এখন পড়ছেন
হোম > অন্যান্য > আর্থিক কষ্ট বা খিটখিটে মেজাজ থেকে রেহাই পাওয়ার সহজ উপায়! বাস্তুদোষ কাটাতে কি বলছে জ্যোতিষ?

আর্থিক কষ্ট বা খিটখিটে মেজাজ থেকে রেহাই পাওয়ার সহজ উপায়! বাস্তুদোষ কাটাতে কি বলছে জ্যোতিষ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আপনার পরিবারে কেউ কী দিন দিন খুব খিটখিটে হয়ে যাচ্ছে ? প্রতিদিন দাম্পত্যকলহে জড়িয়ে পড়ছেন? আবার তাই নিয়ে পরে মানুষিক কষ্টে ভুগছেন? কর্মে মনযোগ হারাচ্ছেন? শুধু তাই নয়, আপনার গৃহে আর্থাগমন বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে আপনি প্রতিনিয়ত আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন?জ্যোতিষ মতে, এর সঙ্গে আপনার বাস্তুদোষ সম্পূর্ণ ভাবে যুক্ত এবং কিছু টোটকা ব্যাবহার করলে সহজেই এর থেকে নিবৃত্তি পাওয়া সম্ভব। কী সেই টোটকা? আসুন জেনে নিই জ্যোতিষ শাস্ত্র কী বলে।

★ জ্যোতিষ শাস্ত্র মতে বাড়ির ভেতরে এমন যদি কোনো ব্যাক্তি থাকে যে সর্বদা খারাপ ব্যাবহার করে এবং কারণে অকারণে কটূ কথা বলে, তাকে যদি আপনি নিজে হাতে সুদ্ধ হয়ে যে কোনো ধরণের সাদা মিষ্টি খাইয়ে দেন, তবে সেই ব্যাক্তি কিছু দিনের মধ্যেই আপনার প্রতি খারাপ ব্যাবহার ত্যাগ করবে। এতে তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও জ্যোতিষ মতে দূর হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

★ জ্যোতিষশাস্ত্র বলেছে, আপনি যদি আপনার গৃহে অর্থাগমন চান তবে স্নান সেরে কয়েকটি গোলাপ ফুল জোগাড় করে রাখুন। এবার সূর্যাস্তের পর স্নান সেরে সুদ্ধ হয়ে আপনার বাড়ির দূর্গা মূর্তি বা ছবির সামনে আসনে বসে একটি গোলাপ ফুল নিজের কাছে রেখে বাকি গোলাপ ফুলগুলো মায়ের শ্রীচরণে অর্পন করুন। এর পর, আপনার কাছে থাকা গোলাপ ফুলটি যেকোনো শুদ্ধ পাত্রে রেখে তার পাশে সামান্য কর্পূর নিয়ে সেই কর্পূরটি জ্বালিয়ে দিন। এই সময় অবশ্যই মনে ভক্তি ভরে মাকে মনের কথা বলে প্রার্থনা করুন৷ কর্পূরটি জ্বলে গেলে আপনি আপনার কাছে রাখা ওই গোলাপটিকে মায়ের পায়ে অর্পণ করে দিন। জ্যোতিষরা মনে করেন, এই কাজটি করলে কিছু দিনের মধ্যেই আপনার কাছে অর্থ আসতে শুরু করবে এবং আপনার সমস্যাও দূর হবে।

জ্যোতিষশাস্ত্র যুগ যুগ ধরে টিকে আছে মানুষের বিশ্বাসে। তাই কে বলতে পারে এর দ্বারা আপনি লাভবান হবেন কিনা! পরীক্ষা করে তো দেখাই যায়, তাই নয়?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!