এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উত্তপ্ত কামারহাটি, মদনের দিকেই অভিযোগ দিলীপের, ব্যাপক চাপে তৃণমূল!

উত্তপ্ত কামারহাটি, মদনের দিকেই অভিযোগ দিলীপের, ব্যাপক চাপে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   শনিবার রাতে কামারহাটি বিধানসভা কেন্দ্রের 22 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে বেশ কিছু তৃণমূল কর্মীরা আড্ডা দেওয়ার সময় সেখানে এসে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাশাপাশি বন্দুকের বাট দিয়ে আর এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। আর এতেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে বিজেপি থেকে আসা ব্যক্তিরাই এই ঘটনা ঘটিয়েছে বলে বুঝিয়ে দেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে এই গোটা ঘটনায় এবার পাল্টা মদন মিত্রের অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ তুলতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার রাতে এই ঘটনা ঘটার পরেই এলাকায় গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। যেখানে তিনি বলেন, “আমাদের পার্টির মধ্যে কতগুলো দালাল তৈরি করেছে বিজেপি‌। তাদেরকে দিয়ে সব কাজ করানো হচ্ছে।” অর্থাৎ বিজেপির দিকে গোটা ঘটনায় অভিযোগের আঙুল তুলতে শুরু করেন মদনবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এর প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন পাল্টা তৃণমূলের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বিজেপি এই কালচারে বিশ্বাস করে না। মদন মিত্রের ছেলেরাই গন্ডগোল করেছে। ভাগ-বাটোয়ারা নিয়ে সব জায়গায় গন্ডগোল শুরু হয়েছে। পার্টি অফিস ভেঙে দেওয়া, গুলি চালানো এগুলো টিএমসি কালচার। ইনকামের রাস্তা তো চাই। তাই নিয়েই ওদের মধ্যে গন্ডগোল।”

বিশ্লেষকরা বলছেন, দিলীপ ঘোষ এই কথা বলে মদন মিত্রের অভিযোগকেই খন্ডন করার চেষ্টা করলেন। পাশাপাশি গোটা ঘটনায় তৃণমূলের দুই গোষ্ঠীর ভাগ-বাটোয়ারা নিয়ে বিবাদ বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি। যাকে কেন্দ্র করে রীতিমতো চাপে পড়ে গেল শাসক শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!