এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দ্বিধাবিভক্ত মোর্চা, পাহাড়ের রাশ কি আবার গুরুয়ের হাতে? অস্বস্তিতে তামাং শিবির!

দ্বিধাবিভক্ত মোর্চা, পাহাড়ের রাশ কি আবার গুরুয়ের হাতে? অস্বস্তিতে তামাং শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ফের কি পাহাড়ের কর্তৃত্ব যেতে চলেছে বিমল গুরুংয়ের হাতে! একসময় গোটা পাহাড়জুড়ে কর্তৃত্ব স্থাপন করেছিলেন তিনি। মাঝে তার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে তার নেতৃত্বে পাহাড়ে ব্যাপক আন্দোলন শুরু হলে চাপে পড়ে যায় তৃণমূল সরকার। তারপর দীর্ঘদিন ফেরার থাকেন বিমল গুরুং। ধীরে ধীরে মোর্চার দায়িত্ব বিনয় তামাংয়ের হাতে চলে যায়। আর সেই বিনয় তামাং এবং তার অনুগামীরা ঘনিষ্ঠ হয়ে ওঠে তৃণমূল সরকারের। তবে বেশ কিছুদিন আগে আবার সেই বিমল গুরুং পাহাড়ের মাটিতে সক্রিয় হন। বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে আবার তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ার চেষ্ঠা করেন তিনি।

এদিকে মোর্চার দায়িত্ব কোনোমতেই বিমল গুরুংয়ের হাতে দিতে নারাজ ছিল বিনয় তামাং এবং তার অনুগামীরা। পাহাড়ের মাটিতে তারাই একমাত্র আধিপত্য চালাবে বলে বিনয় তামাং এবং তার অনুগামীরা জানিয়ে দেয়। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে ব্যাপক চাপে পড়ে রাজ্য সরকার। মোর্চার দুই গোষ্ঠীর এই অশান্তি ধীরে ধীরে পাহাড়ের মাটিতে আবার ভয়াবহতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়।

তবে আগের মত বিমল গুরুং এবং তার অনুগামীরা যে মোর্চার দায়িত্ব নিয়ে পাহাড়ের মাটিতে সেখানকার সাধারণ মানুষের মন জয় করতে পারবেন না, সেই ব্যাপারটি কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু এবার বিনয় তামাং শিবিরের চার নেতার বিমল গুরুং শিবিরে যোগদান পাহাড়ের মাটিতে গুরুং শিবিরের আধিপত্য বিস্তারে একধাপ পদক্ষেপ গ্রহণ করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, শুক্রবার বিনয় তামাং শিবির থেকে বেরিয়ে গিয়েছিলেন চার মোর্চা নেতা। অনেকেই ভেবেছিলেন, তারা সকলে বিজেপিতে যোগদান করতে পারেন। কিন্তু রবিবার সকালে স্পষ্ট হয়ে গেল যে, সেই চার নেতা বিমল গুরুং শিবিরে যোগদান করছেন। স্বাভাবিকভাবেই পাহাড়ের মাটিতে মোর্চার আধিপত্য বলতে বিনয় তামাং, এই ব্যাপারটি এতদিন তুলে ধরেছিলেন বিনয়বাবুর অনুগামীরা। সেদিক থেকে দীর্ঘদিন ধরে কার্যত আড়ালে থাকা বিমল গুরুং ফিরে আসার পরেও, তিনি পাহাড়ের মাটিতে পাত্তা পাবেন না বলেই ধরে নেওয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বিমল গুরুংয়ের হাওয়া যে এখনও রয়েছে এবং তিনি যে খেলা ঘুরিয়ে দিতে পারেন, তা কার্যত স্পষ্ট হয়ে গেল। যার ফলে পাহাড়ের মাটিতে আবার নতুন সমীকরণ সৃষ্টি হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে। সেদিক থেকে বিনয় তামাংয়ের গোষ্ঠী থেকে চার নেতা যেভাবে বিমল গুরুংয়ের গোষ্ঠীতে যোগ দিলেন, তাতে আগামী দিনে তৃণমূল সরকারের কাছেও পাহাড়ের ক্ষেত্রে বিমল গুরুং এবং তার নেতৃত্বাধীন মোর্চা যথেষ্ট গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সামনেই পৌরসভা নির্বাচন রয়েছে। সেদিক থেকে পাহাড়ের মাটিতে মোর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিনয় তামাং, নাকি বিমল গুরুংয়ের মোর্চা সেখানে আধিপত্য বিস্তার করবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা তৈরি হয়েছে। তবে এবার যেভাবে বিনয় তামাংয়ের মোর্চাতে ভাঙ্গন ধরতে শুরু করল, তাতে বিমল গুরুংয়ের গোষ্ঠী কার্যত উজ্জীবিত।

আগামী দিনেও এই ভাঙ্গন যদি অব্যাহত থাকে, তাহলে বিনয় তামাং শিবির যথেষ্ট প্রশ্নের মুখে পড়ে যাবে। পাশাপাশি পাহাড়ের দায়িত্ব আবার বিমল গুরুং এবং তার নেতৃত্বাধীন মোর্চা নিজেদের দখলে নিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা চালাবেন বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, পাহাড়ের মাটিতে আবার নতুন করে ঘাঁটি গাড়তে কতটা সক্ষম হন বিমল গুরুং এবং তার গোষ্ঠী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!