এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > Breaking News, সাজা ঘোষণা খাগড়াগড় কাণ্ডের মূল অভিযুক্তর

Breaking News, সাজা ঘোষণা খাগড়াগড় কাণ্ডের মূল অভিযুক্তর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দীর্ঘ কয়েক বছর পর সাজা ঘোষণা হল খাগড়াগড় কাণ্ডের মূল অভিযুক্তর। গত ২০১৪ সালের ২ রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে হঠাৎ বিস্ফোরণ ঘটেছিল। এই বিস্ফোরণের মূল অভিযুক্ত জইদুল ইসলাম বা কওসর বা বোমারু মিজানের আজ এনআইএর বিশেষ আদালত সাজা ঘোষণা করল। তাকে ২৯ বছরের কারাদণ্ডর শাস্তি দেয়া হলো। বাংলাদেশের খুলনার বাসিন্দা হলো জইদুল ইসলাম। বাংলাদেশের একাধিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যে জড়িত।

গত ২০১৪ সালের ২রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি পাকা বাড়িতে হঠাৎ করে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে এসে পুলিশ প্রচুর পরিমাণে আরডিএক্স, আইডি বিস্ফোরক উদ্ধার করেছিল। ২০ জনকে ঘটনায় গ্রেফতার করা হয়। তাদের জেরা করে জইদুল ইসলামের খোঁজ জানতে পারেন গোয়েন্দারা। ২০১৮ সালে বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করে এনআইএ। অনেকদিন বাংলাদেশে সে লুকিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

২০১৫ সালে জইদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। প্রসঙ্গত, ২০১৫ সালে বিহারের বুধগয়ার বিস্ফোরণকাণ্ডের সঙ্গে তার যোগ ছিল বলে, গোয়েন্দাদের অভিমত। আজ জইদুল ইসলামকে ২৯ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক অভিযোগ রয়েছে। এই ঘটনায় অন্যান্য অভিযুক্তদের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার কয়েকজন অভিযুক্ত এখনো পর্যন্ত ফেরার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!