এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “সল্টলেকের কিছু ফাঁকা প্লটে কিছু রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামও উঠেছে ভোটার লিস্টে” – বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার

“সল্টলেকের কিছু ফাঁকা প্লটে কিছু রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামও উঠেছে ভোটার লিস্টে” – বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে বারবার সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। অনুপ্রবেশ নিয়ে অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছিলেন, বহু ভুয়ো ভোটারের নাম রয়েছে ভোটার তালিকাতে। এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছিলেন তিনি। এবার একই ধরনের অভিযোগ করতে দেখা গেল বিজেপি নেতা সায়ন্তন বসুকে। তিনি অভিযোগ করেন, সল্টলেকের বেশ কিছু স্থানে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ভুয়ো ভোটারের সংখ্যা।

আজ বিজেপি নেতা সায়ন্তন বসু অভিযোগ করলেন যে, সল্টলেকের বেশ কিছু স্থানে ভুয়ো ভোটারের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। তিনি জানালেন, কিছু সরকারি আবাসনের বাসিন্দাদের সঙ্গে এই বিষয় নিয়ে তিনি আলোচনাও করেছেন। তিনি জানালেন, এই ভুয়ো ভোটাররা তৃণমূলে ভোট দিয়ে থাকে। তারা এখানকার মানুষ নয়, অন্য কোন জায়গার বাসিন্দা। তিনি জানালেন, এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া প্রয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর সায়ন্তন বসু জানালেন যে, সল্টলেকের কিছু ফাঁকা প্লটে বেশকিছু রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম পর্যন্ত ভোটার তালিকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে খতিয়ে দেখবার অনুরোধ করেছেন তিনি সকলকে। এদিকে, বিজেপির কলকাতা জোনের রথযাত্রা বা পরিবর্তন যাত্রার সূচনা করতে আজ কলকাতা আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর আগমন সম্পর্কে সায়ন্তন বসু জানালেন যে, কাকদ্বীপে বেশকিছু কার্যক্রম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আবার কলকাতা জোনের পরিবর্তন যাত্রার সূচনাও করতে চলেছেন তিনি।

সাংবাদিকরা বিজেপি নেতা সায়ন্তন বসুকে প্রশ্ন করেছিলেন যে, আবার কি কেউ বিজেপিতে যোগদান করবেন? তার উত্তরে বিজেপি নেতা জানিয়েছেন যে, এ বিষয়ে তিনি কিছু জানেন না। প্রসঙ্গত, অনুপ্রবেশ ইস্যুতে বারবার সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতৃত্ব একাধিকবার অভিযোগ করেছেন যে, রাজ্যের ভোটার তালিকায় বহু ভুয়ো ভোটারের নাম রয়েছে, যারা তৃণমূলের হয়ে ভোট দিয়ে থাকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!