এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফ্লেক্স খোলা নিয়ে তীব্র অশান্তি তৃণমূল-বিজেপির মধ্যে! জ্বলল আগুন, পুড়ল বাইক, বাড়ছে উত্তেজনা

ফ্লেক্স খোলা নিয়ে তীব্র অশান্তি তৃণমূল-বিজেপির মধ্যে! জ্বলল আগুন, পুড়ল বাইক, বাড়ছে উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে চলেছে যতই পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ, মারামারি, হানাহানির ঘটনা এখন যেন রোজকার বিষয় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গত সোমবার রাতে কোচবিহার জেলার শীতলখুচি ব্লকের অন্তর্গত রথেরডাঙার গ্রাম পঞ্চায়েতের বানিয়াটারি অঞ্চলে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে দলের ফ্লেক্স খোলাকে কেন্দ্র করে প্রথমে বচসা তারপর শুরু হয় ধস্তাধস্তি। দুপক্ষের এই ধস্তাধস্তিতে উভয় দলেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই ঘটনা সম্পর্কে তৃণমূল ও বিজেপি সদস্যরা একে অপরের উপর দায় চাপিয়ে দিয়েছে। তৃণমূল এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, সমস্ত রকম পরিকল্পনা স্থির করেই বিজেপি সদস্যরা অকস্মাৎ তাদের উপর আক্রমণ করেছে। এই অকস্মাৎ আক্রমণে রথেরডাঙার গ্রাম পঞ্চায়েতের জনৈক সদস্যের স্বামী সহ আরো তিনজন তৃনমূল সদস্য আহত হয়েছেন। একটি মোটর বাইককে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ।এই ঘটনা নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শীতলকুচি থানাতে। এই ধস্তাধস্তি সম্পর্কে শীতলকুচির জনৈক তৃণমূল নেতা সাহের আলি মিঁয়া বলেছেন, ” রথেরডাঙ্গা বাজারের পার্টি অফিস থেকে পঞ্চায়েত সদস্যের স্বামী দিনবন্ধু বর্মন সহ কয়েকজন বাড়িতে ফিরছিলেন। সেই সময় রাস্তায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে তিনজন গুরুতর জখম হন। দু’জনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপি তাদের উপর ওঠা তৃণমূলের এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তৃণমুলকেই অভিযোগের কাঠগড়ায় তুলে বিজেপির অভিযোগ, গত সোমবারে দিনের বেলায় বানিয়াটারি এলাকায় তাঁরা কতগুলো দলীয় ফ্লেক্স লাগিয়েছিল।অভিযোগ তৃণমূলের বেশকিছু সদস্য রাত্রিবেলা তাঁদের এই ফ্লেক্স খুলে দিতে শুরু করে। এই কাজে তাদের বাধা দিলে তারা তাদের উপর আক্রমণ করে। ধস্তাধস্তিতে কয়েকজন বিজেপি কর্মী আহত হন। বিজেপির অভিযোগ সমস্ত বষয়টি তৃণমূলের রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।এ প্রসঙ্গে শীতলকুচি মণ্ডলের বিজেপি সভাপতি কনক বর্মন বলেছেন, ” রাতে তৃণমূলের লোকজন আমাদের ফ্লেক্স খুলে ফেলছিল। সেটা দেখতে পেয়ে আমাদের কর্মীরা বাধা দেন। তাতে উভয়পক্ষের হাতাহাতি হয়। ওরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে।”

অন্যদিকে তৃণমূল ও বিজেপি এই দুই তরফের পারস্পরিক সংঘর্ষ সম্পর্কে শীতলকুচি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত সোমবার রাতে রথেরডাঙায় গন্ডগোলের ঘটনায় তৃণমূলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। যারা সকলেই বিজেপি কর্মী । এই ঘটনার উপযুক্ত তদন্তর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুলিশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!