এখন পড়ছেন
হোম > জাতীয় > জমজমাট কর্ণাটক – লাইভ আপডেট – বড় ধাক্কা! পতন হল ২ দিনের ইয়েদুরাপ্পা সরকারের

জমজমাট কর্ণাটক – লাইভ আপডেট – বড় ধাক্কা! পতন হল ২ দিনের ইয়েদুরাপ্পা সরকারের


কর্নাটকে বিজেপির সরকারের পতন – সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে পারলেন না ইয়েদুরাপ্পার সরকার। আজ বিধানসভাতেই পদত্যাগ করলেন তিনি। প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা না থাকতেই পদত্যাগ। রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র তুলে দেবেন। সরকার গড়তে পারে জেডিএস-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী হাতে পারেন জেডিএস নেতা কুমারস্বামী। তবে বিদায়ী ভাষণে ইয়েদুরাপ্পা পুনরায় নির্বাচনের ইঙ্গিত দেন।

* ১০৪ টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গড়ার আমন্ত্রণ রাজ্যপালের কাছ থেকে পায় ইয়েদুরাপ্পার নেতৃত্ত্বাধীন বিজেপি
* রাজ্যপাল ইয়েদুরাপ্পা সরকারকে ১৫ দিন সময় দিয়েছিল সংখ্যাগরিষ্ঠতা প্রমানের জন্য
* এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কংগ্রেস
* সুপ্রিম কোর্ট আজকের মধ্যেই ইয়েদুরাপ্পা সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমানের জন্য নির্দেশ দেয়
* বিকেল ৪:০০ টের সময় সংখ্যাগরিষ্ঠতা প্রমানের কথা ছিল
* তার আগে ভাষণ দেন ‘মুখ্যমন্ত্রী’ ইয়েদুরাপ্পা
* বিজেপির নিজেদের ১০৪ জন বিধায়কের সঙ্গে, খবর ছিল ২ জন নির্দল ও জেডিএসের ৩ জন ‘বিদ্রোহী’ বিধায়ক ছিলেন
* যা তাদের বিধায়ক সংখ্যা ১০৯ তে নিয়ে যাচ্ছিল, সংখ্যাগরিষ্ঠতার জন্য ১১০ জন বিধায়কের সমর্থন দরকার ছিল
* ফলে বিজেপির একটি সূত্র থেকে জানা যাচ্ছিল, প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা সঙ্গে না থাকায় সংখ্যাগরিষ্ঠতা প্রমানের আগেই ইস্তফা দিতে পারেন ইয়েদুরাপ্পা
* আর বাস্তবেও হল তাই, বিধানসভায় এক আবেগঘন বক্তৃতার পরেই ইস্তফা দেন ইয়েদুরাপ্পা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!