রামনবমীর মিছিলে অস্ত্র কেন, সাংবাদিক বৈঠকে সোচ্চার অভিষেক! জেনে নিন! তৃণমূল রাজনীতি রাজ্য March 31, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রামনবমীর মিছিল মিছিল হলেও, সেখানে যেন অশান্তি না হয় সেই ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হাওড়ার শিবপুরে সেই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আর এবার সেই বিষয় নিয়েই বড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে রামনবমীর মিছিলে অস্ত্র কেন, সেই বিষয়টি তুলে ধরলেন তিনি। সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “ডিজে বাজিয়ে, হাতে পিস্তল নিয়ে কেন রামনবমীর মিছিল হবে! অপরাধীদের কোনো ধর্ম হয় না। ভিডিওতে যারা অশান্তি করছে, তাদের প্রত্যেকে গ্রেফতার হবে। এরা শান্তি চায় না।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত রামনবমীর মিছিলে অস্ত্র ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে গেরুয়া শিবিরকে চাপের মুখে ফেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -