এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > প্রাথমিক ও মধ্যশিক্ষা শিক্ষকদের সংগঠনের হাত ধরে পুরুলিয়ায় ঘুঁটি সাজাচ্ছেন শান্তিরাম মাহাতো

প্রাথমিক ও মধ্যশিক্ষা শিক্ষকদের সংগঠনের হাত ধরে পুরুলিয়ায় ঘুঁটি সাজাচ্ছেন শান্তিরাম মাহাতো


পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ঘাসফুল ঝড়ের মাঝেও পুরুলিয়া জেলাতে গেরুয়া শিবিরের দাপট বেশ লক্ষ্যণীয়। গোটা রাজ্যে একমাত্র এই জেলাতেই তৃণমূল কংগ্রেসের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো হেরে গিয়েছেন। এরপরেই এই জেলা বিরোধী শূন্য করার ডাক দেন বর্তমানে দলের অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানিয়েছেন, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য তৃণমূল নেতাদের নাকি লম্বা লাইন পরে গেছে তাঁর কাছে। এই অবস্থায় এই জেলায় নতুন করে ঘাসফুল শিবিরের দাপট দেখানোটা কার্যত চ্যালেঞ্জ জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর কাছে। বিশেষ করে সামনে যখন ২১ শে জুলাইয়ের শহীদ দিবসের মত গুরুত্ত্বপূর্ন কর্মসূচি আসছে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই, গতকাল পশ্চিমবঙ্গ প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক সমিতি পু্রুলিয়া জেলা শাখার উদ‍্যোগে পুরুলিয়া জেলা পরিষদ সভাকক্ষে ২১ শে জুলাই প্রস্তুতি সভার আয়োজন করা হলো একই সঙ্গে দলের সাংগঠনিক পর্যালোচনা সংক্রান্ত বৈঠকও হয় এদিন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি শান্তিরাম মাহাত, সংগঠনের রাজ‍্য সভাপতি শ‍্যামপদ পাত্র, সংগঠনের জেলা সভাপতি বিমল কান্ত মাহাত, পশ্চিমবঙ্গ প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক সমিতির পু্রুলিয়া জেলা সভাপতি বিমলকান্ত মাহাতো প্রমুখ। ২১ শে জুলাই দলের শহীদ দিবসে কলকাতায় শিক্ষকদের উপস্থিতি ও দলের সাংগঠনিক শক্তিকে মজবুত করার লক্ষ নিয়ে এদিনের সভার আয়োজন করা হয়েছিল বলে তৃণমূল সূত্রে খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!