এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > পশ্চিমবঙ্গের ‘গণতন্ত্র-হত্যার’ ছবি দেখতে গিয়ে বাংলাদেশের ছবি ছাপিয়ে বিতর্কে বিজেপি

পশ্চিমবঙ্গের ‘গণতন্ত্র-হত্যার’ ছবি দেখতে গিয়ে বাংলাদেশের ছবি ছাপিয়ে বিতর্কে বিজেপি

পশ্চিমবঙ্গের ‘গণতন্ত্র-হত্যার’ ছবি দেখতে গিয়ে বাংলাদেশের ছবি ছাপিয়ে বিতর্কে জড়ালো বিজেপি।আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূল শাসনাধীন পশ্চিমবঙ্গে কিভাবে হিংসা, অশান্তি ছড়িয়েছে, কি ভাবে গনত্রন্ত্রের হত্যা করা হয়েছে তার ‘প্রকৃত ছবি’ তুলে ধরেছে বিজেপি। আর সেই ছবি ঘিরেই বিতর্কে জড়িয়েছে তারা। কেননা বাংলার অশান্তির ছবি তুলে ধরতে গিয়ে বাংলার ছবি নয় বাংলাদেশের ছবি ব্যবহার করেছে বিজেপি। জানা যাচ্ছে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি ২০১৩ সালের একটি ছবি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত এই সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশ ঘিরে উত্তাল হয়েছিল বাংলাদেশ। সেই সময় আওয়ামি লিগের বিরুদ্ধে বিএনপি পথে নেমেছিল। সেই সময় খালেদা জিয়ার বিএনপি-র কার্যকরী সাধারণ সম্পাদক মির্জা ফকরুল ইসলাম-কে গ্রেফতার করে পুলিশ এর ফলে ঢাকা জুড়ে ছড়িয়ে পরে আন্দোলন। পুলিসের সঙ্গে বিএনপি সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও এই ছবি প্রকাশিত হয়।আর সেই সংঘর্ষের ছবি এদিন বিজেপি পশ্চিমবঙ্গের অশান্তির ছবি বলে প্রকাশ করে ছড়িয়েছে বিতর্ক। যদিও এই নিয়ে বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!