এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুল গান্ধীকে ফেডারেল ফ্রন্টে স্থান দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

রাহুল গান্ধীকে ফেডারেল ফ্রন্টে স্থান দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর


২০১৯ এ বিজেপিকে হটাতে ফেডারাল ফ্রন্ট গড়ার ডাক দিয়েছেন মমতা ব্যানার্জী। আর সেই লক্ষ্য নিয়ে দিল্লি গিয়ে নানা দলের সাথে বৈঠক করেছেনতিনি। কিন্তু সেই ফেডারাল ফ্রন্টে কংগ্রেস থাকবে কিনা সেই নিয়েই নানা বিতর্ক ছড়িয়েছে। কেননা তৃণমূল নেত্রী চান যে ফেডারাল ফ্রন্ট তাঁর নেতৃত্বে চলবে অন্যদিকে কংগ্রেস চায় যে ফেডারাল ফ্রন্টে রাহুল গাঁধী সর্বেসর্বা হন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যা ঘিরে শুরু চাপানউতোর। এদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে ফেডারাল ফ্রন্টে কংগ্রেস থাকতেই পারে কিন্তু তার জন্য রাহুল গাঁধীর কাছে তিনি ‘নতজানু’ হবেন না। এই নিয়ে তিনি পরিষ্কার জানান যে,”কেউ কেউ চায় আমি রাহুলের পায়ে পড়ি। ওটা পারব না। পড়তে হলে মানুষের পায়ে পড়ব।” কংগ্রেসকে যে তিনি সব কিছু ছাড়বেন না তাও জানিয়ে বলেন ,”কংগ্রেসকে সব রাজ্যেই লড়তে হবে কেন? তারা তো সর্বত্র একই রকম শক্তিশালী নয়। ফেডারাল ফ্রন্টে এলে একের বিরুদ্ধে এক- এই ফর্মুলা মেনে নিতে হবে। যে রাজ্যে যে বেশি শক্তিশালী, সে লড়বে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!