অবশেষে আসছেন রাজনীতিতে, বড় ঘোষণা রজনীকান্তের জাতীয় বিশেষ খবর December 31, 2017 সমস্ত জল্পনা কল্পনার আবাসন ঘটিয়ে অবশেষে রাজনীতির আঙিনায় পা রাখার কথা সরকারি ভাবে ঘোষণা করে দিলেন তামিল অভিনয় জগতের সুপারস্টার রজনীকান্ত। আগেই তিনি জানিয়ে রেখেছিলেন, তিনি রাজনীতিতে আসবেন কি আসবেন না তা নিয়ে ৩১ ডিসেম্বর ঘোষণা করবেন। আর তারপর থেকেই দেশের রাজনৈতিক মহলে ছিল চূড়ান্ত উৎসাহ। অবশেষে তিনি আজ চেন্নাইয়ে ঘোষণা করলেন যে তিনি রাজনীতিতে আসছেন এবং আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন। আজ চেন্নাইয়ে তিনি ঘোষণা করেন – ১. তিনি রাজনীতিতে আসছেন, তবে কোনও দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে নয় ২. আগামী বিধানসভা নির্বাচনে ২৩৪ টি আসনেই লড়াই করবে তাঁর দল ৩. আলাদা দল গঠন করেই আগামী নির্বাচনে লড়াইয়ে নামবেন তিনি ৪. ক্ষমতা চাই না, পরিবর্তন আনতে চাই ৫. যথা সময়ে নতুন দলের নাম ঘোষণা করা হবে ৬. রাজনীতি নোংরা হয়ে গিয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে ৭. পরিবর্তন আনতেই রাজনীতিতে আসতে চাই, আমাকে তিন বছর সময় দিন আপনার মতামত জানান -