চার প্রাক্তন কংগ্রেস বিধায়ক দলবদলে বিজেপিতে এলেন জাতীয় বিশেষ খবর December 31, 2017 আগামী বছরে হতে চলা বিধানসভা নির্বাচনগুলোতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে যে বিশেষ গুরুত্ত্ব দিচ্ছে তা এখন সর্বজনবিদিত। বিশেষ করে তাদের পাখির চোখ মেঘালয়। আর এই কাজে অমিত শাহরা বেশি ভরসা রাখছেন কংগ্রেসের দল ভাঙানোর দিকেই। প্রসঙ্গত কয়েকদিন আগেই চার কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেন, দুদিন আগে আরো পাঁচ কংগ্রেস বিধায়ক, ১ জন ইউডিপির বিধায়ক ও ২ জন নির্দল বিধায়ক ইস্তফা দেন। সূত্রের খবর তাঁরা সরাসরি বিজেপিতে নয়, বিজেপির জোটশরিক এনপিপিতে যোগ দেবেন। কিন্তু কংগ্রেসের রক্তচাপ বাড়িয়ে এবার সরাসরি বিজেপিতে যোগ দিলেন ৪ জন প্রাক্তন বিধায়ক। এঁরা হলেন অ্যাডল্ফ হিটলার, জন ম্যানার মারাক, ওমিলো সাংমা এবং বিলিকিড সাংমা। যদিও এইভাবে বর্তমান ও প্রাক্তন বিধায়করা দলে দলে বিজেপিতে যোগ দেওয়ায় খুব একটা চিন্তিত নন প্রদেশ নেতৃত্ত্ব বলেই জানিয়েছেন। উল্টে গতকাল, প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি, কার্যনির্বাহী সভাপতি ও নতুন নির্বাচন কমিটি ঘোষণা করেছে এআইসিসি। ডি ডি লাপাংয়ের বদলে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সেলেস্টিন লিংডোকে। সাংসদ ভিনসেন্ট পালা হলেন কার্যনির্বাহী সভাপতি। লাপাংকে বসানো হয়েছে পিসিসি-র উপদেষ্টা পদে। পালা, লিংডো, লাপাং ও মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১৩ সদস্যের নির্বাচনী কমিটিও গড়া হয়েছে। নতুন প্রদেশ সভাপতি জানিয়েছেন, এই ক্ষমতালোভীরা কংগ্রেস ছাড়ায় দলেরই মঙ্গল। মানুষ আমাদের পাশে আছে। দল ভাঙানোর খেলা খেলে মেঘালয়ে সরকার দখল সম্ভব নয়। আপনার মতামত জানান -