এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কেন কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানলেন প্রণব পুত্র? কেনই বা পদার্পণ করলেন ঘাসফুল শিবিরে?

কেন কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানলেন প্রণব পুত্র? কেনই বা পদার্পণ করলেন ঘাসফুল শিবিরে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে তৃণমূলে যোগদান করলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। দুবারের কংগ্রেস সাংসদ ছিলেন তিনি। তবে, গত লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। তৃণমূলে যোগদান করে তিনি জানালেন, দেশের এখন প্রধান চ্যালেঞ্জ হলো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করা। পশ্চিমবঙ্গে কংগ্রেস বামের সঙ্গে জোট বদ্ধ হয়েছিল, যা সাধারণ মানুষ গ্রহণ করেননি। মুর্শিদাবাদ, মালদা জেলাকে তিনি কংগ্রেসের গড় বলে জানতেন, কিন্তু সেখানেও বহু ক্ষেত্রে তৃতীয় স্থানে চলে এসেছে কংগ্রেস।

মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন, বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন, সমর্থন করেছেন তৃণমূলকে। গোটা পশ্চিমবঙ্গ ঘুরে তিনি মনে করেছিলেন যে, বিজেপি ৮০ টির বেশি আসন কখনোই পাবে না, বিজেপি ৭৭ এ এসে থমকে গেছে। তিনি মনে করেছিলেন, তৃণমূল ১৭০-১৭৫ এর মধ্যে থাকবে। কিন্তু তৃণমূল ২০০ টিরও বেশি আসন লাভ করেছে। যা থেকে স্পষ্ট, পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে রাজ্যবাসী সমর্থন জানিয়েছেন।

অভিজিৎ মুখোপাধ্যায় জানান, রাহুল গান্ধী হলেন ভদ্রলোক। তিনি কংগ্রেসকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু তাঁর একার চেষ্টায় কংগ্রেসকে বাঁচানো যাবে না। তবে, এর সঙ্গেই তিনি জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে কংগ্রেসের আর হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গে যেভাবে কংগ্রেস চলছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। সোনিয়া গান্ধী তাঁর ছেলের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু প্রণব মুখোপাধ্যায়ের ছেলে বা মেয়ের জন্য তিনি কিছুই করেননি। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবার ব্যাপারে আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলেছিলেন। কিন্তু ভোটের সময় খারাপ প্রতিক্রিয়া পড়তে পারে ভেবে, তিনি তৃণমূলে যোগদান করেননি। তিনি জানান, কংগ্রেস যেভাবে পশ্চিমবঙ্গে চলছে, তা গ্রহণযোগ্য নয়। তার পরিবর্তন ও সংশোধন হবার কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন না তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর তৃণমূলে যোগদান নিয়ে বিরোধীরা অনেক কিছুই বলতে পারেন। কিন্তু এখন তাঁর বিধায়ক বা সাংসদ হওয়ার কোনো সুযোগ নেই। তাই এই সময়টাকে তিনি বেছে নিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, এখন বিধানসভায় যদি যেতে চান তিনি, তবে কার মারফত তিনি যাবেন? কংগ্রেসের কেউ নেই সেখানে। তিনি জানালেন, কংগ্রেস-সিপিএম জোট ভুল ছিল। কংগ্রেসের একাই লড়াই করা উচিত ছিল। কংগ্রেসের সমর্থকেরা কংগ্রেসকে ভোট দেবে। এখন কংগ্রেসের সমর্থন যা কমেছে, তা আগামী দিনে ফিরে আসবে।

তিনি জানালেন তৃণমূলে যোগদান করার পর দলের একজন শৃংখলাবদ্ধ সৈনিক হিসেবে তিনি থাকবেন। ক্যাপ্টেন যা বলবেন সেটাই তিনি পালন করবেন। যে দায়িত্ব তাঁকে দেয়া হবে, সেই দায়িত্বই পালন করবেন তিনি। তিনি আরও জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করে দুটো আবেদন তিনি জানিয়েছিলেন। যা হলো কলকাতার একটি প্রধান রাস্তা প্রণব মুখোপাধ্যায়ের নামে করা হোক ও একটি অনামা পার্ক প্রণব মুখোপাধ্যায়ের নামে করা হোক। যা রাজ্য সরকারের হাতে রয়েছে। আবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে তিনি আবেদন জানিয়েছেন যে, আগামী ১১ ই জুলাই প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন পালিত হতে চলেছে। তাঁর নামে একটা স্মারক ডাকটিকিট করা হোক। তবে এখনো কেন্দ্র বা রাজ্যের তরফ থেকে তিনি কোনো সাড়া পাননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!