এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর ‘পরিবর্তন’! একদা শত্রু বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যেই নীতি-আদর্শ দেখতে পাচ্ছেন

মুখ্যমন্ত্রীর ‘পরিবর্তন’! একদা শত্রু বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যেই নীতি-আদর্শ দেখতে পাচ্ছেন


বাংলায় পরিবর্তন এনেছিলেন বুদ্ধদেব ভট্ট্যাচার্য সরকার সরিয়ে। সিঙ্গুর নন্দীগ্রামের লড়াইও লড়েছিলেন সেই বুধহাদেববাবুর সরকারের বিরুদ্ধে কিন্তু তা হলেও বাংলায় এখন শুধু বুদ্ধদেব ভট্টাচার্যকেই তিনি ‘বামপন্থী’ বলে মনে করেন এমনটাই দাবি করলেন খোদ পরিবর্তনের নেত্রী ও বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর মনোভাবের যে একটা ‘পরিবর্তন’ হয়েছে তা অনেক দিন ধরেই দেখা যাচ্ছে। তিনি আগেও অসুস্থ বুদ্ধদেববাবুকে দেখতে গেছেন। তা ছাড়া তার বাড়ি সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর এদিন এক বৈদ্যুতিন মাধ্যমে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি মঙ্গলবার জানালেন, ”সিপিএম দলটাকে বিক্রি করে দিয়েছে! না আছে আদর্শ, না আছে পরিকল্পনা। বুদ্ধবাবুর সঙ্গে যতই আমার ঝগড়া থাক, বলতে পারি একমাত্র ওঁরই একটা আদর্শ আছে। আগে জ্যোতিবাবুরও (বসু) ছিল। তাঁরা বামপন্থী।” পাশাপাশি তিনি আরো দাবি করলেন যে, ”বাংলায় যে ক’জন বামপন্থী আছেন, তাঁদের মধ্যে বুদ্ধবাবু ছাড়া আর কাউকে আমি বামপন্থী বলে মনে করি না!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!