এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা কমলেও প্রতিষেধকের ঘাটতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী, চিঠি প্রধানমন্ত্রীকে

করোনা কমলেও প্রতিষেধকের ঘাটতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী, চিঠি প্রধানমন্ত্রীকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পর এবার হাতছানি তৃতীয় ঢেউয়ের। আর তাই নিয়ে কার্যত আতঙ্ক বাড়ছে প্রতিনিয়ত। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তৃতীয় ঢেউ আসার আগেই শেষ করতে হবে প্রয়োজনীয় টিকাকরণ। কিন্তু এই টিকাকরণ নিয়েই প্রশ্ন চিহ্ন উঠেছে। করোনার টিকা নিয়ে ব্যাপক টানাটানি চলছে বলে জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই অবশ্য মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়ে আসছেন, কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে আর সেই অভিযোগ যত দিন যাচ্ছে, ততই কার্যকর হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বক্তব্য রাখতে গিয়ে বলেন, যেখানে অন্য রাজ্যকে তিন-সাড়ে তিন কোটি প্রতিষেধক দেওয়া হচ্ছে, সেখানে এরাজ্যের জন্য মাত্র দুটি ডোজ দিচ্ছে কেন্দ্র, এবং সেই ডোজ 100% রাজ্য ব্যবহার করছে বলেও তিনি জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যের মানুষকে করোনা প্রতিষেধক দিয়ে সুরক্ষিত করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার 69 কোটি টাকা দিয়ে প্রতিষেধক কিনেছেন। আরও 75 কোটি টাকার প্রতিষেধক কেনার কথা ছিল রাজ্যের। কিন্তু তার আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় সব রাজ্যকে বিনামূল্যে করোনার প্রতিষেধক দেওয়া হবে।

কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করলেও তা কার্যকর করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সেই পদক্ষেপ দেখা যায়নি বলেই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। পাশাপাশি রাজ্যের বহু মানুষের পড়াশোনা, চাকরি সহ বিভিন্ন কারণে বিদেশ যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। সেক্ষেত্রে প্রতিষেধক না নিলে এখন কোথাও যাওয়া যাবেনা। অন্যদিকে বিদেশ যাত্রার ক্ষেত্রে কোভ্যাকসিন কিন্তু এখনো পর্যন্ত ছাড়পত্র পায়নি। তাই অবিলম্বে এ ব্যাপারে কেন্দ্রের পদক্ষেপের দাবী জানিয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়টিও তুলে ধরেছেন। একইসাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে সংক্রমণের হার 2.90%।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তৃতীয় ঢেউ আসার আগে রাজ্যের বাড়তি সর্তকতা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গেছে, গত 24 ঘণ্টায় 962 জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা কমে গিয়ে হয়েছে 17। আক্রান্তের তালিকায় সামনের সারিতে রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়াতেও সংক্রমণের হার নেমে গিয়েছে প্রায় 100 তে। গত 24 ঘন্টায় উত্তর 24 পরগনায় 92, কলকাতায় 59 জন এবং হাওড়ায় 35 জন আক্রান্ত হয়েছেন।

রাজ্যের অন্যান্য জেলা, যেমন- মালদা, বীরভূম এবং পুরুলিয়াতে 10 এর নিচে নেমে গিয়েছে আক্রান্তের সংখ্যা যা স্বাভাবিকভাবেই যথেষ্ট ভালো খবর বলে মনে করা হচ্ছে। কিন্তু রাজ্যে এখনও প্রতিষেধকের ঘাটতি রয়েছে। তাই সেক্ষেত্রে যেকোনো সময় এই পরিসংখ্যান আবার বেড়ে যাওয়ার আশংকা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন রাজ্যের প্রত্যেককে সঠিকভাবে টিকাকরণের প্রয়োজন। আপাতত টিকার অভাব থেকে মুক্তি পেতে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!