এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উলুবেড়িয়া উপনির্বাচন ফলাফল: দুপুর ১২:১৫ তে কে এগিয়ে, কে পিছিয়ে?

উলুবেড়িয়া উপনির্বাচন ফলাফল: দুপুর ১২:১৫ তে কে এগিয়ে, কে পিছিয়ে?


মোটামুটিভাবে উলুবেড়িয়া লোকসভার সপ্তম রাউন্ডের গণনা শেষ। দুপুর ১২:১৫ তে পাওয়া খবর অনুযায়ী উলুবেড়িয়া লোকসভায় বর্তমানে (অসমর্থিত সূত্রে, গণনাকেন্দ্রের কাছে যেতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের)

সপ্তম রাউন্ডের শেষে
তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ ১,৮৪,৯৪৯ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ২,৯১,২৮৮
দ্বিতীয়স্থানে বিজেপির অনুপম মল্লিক, প্রাপ্ত ভোট ১,০৬,৩৩৯
তৃতীয় স্থানে সিপিআইএমের সাবিরউদ্দিন মোল্লা, প্রাপ্ত ভোট ৫৫,৬১৫
চতুর্থ স্থানে কংগ্রেসের মোদাসের হোসেন ওয়ারসী

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!