এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজস্থানের দুটি লোকসভা এবং একটি বিধানসভা উপনির্বাচনের ফল-এখনো পর্যন্ত –

রাজস্থানের দুটি লোকসভা এবং একটি বিধানসভা উপনির্বাচনের ফল-এখনো পর্যন্ত –


এদিকে উলুবেড়িয়া ,নোয়াপাড়া, অন্যদিকে আজ রাজস্থানের দুটি লোকসভা এবং একটি বিধানসভা আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হবে। পাশাপাশি কেন্দ্রীয় বাজেট সব মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই দিনটি। এখনো পর্যন্ত জানা গেছে তিনটি আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস।

আমাদের ফেইসবুক পেজে নতুন নিউস পোস্ট করা যাচ্ছে না তাই। নতুন নিউস পড়তে চোখ রাখুন আমাদের ওয়েব পেজ এ http://bengali.priyobandhu.com

আলোয়ার এবং আজমেরে যথাক্রমে ৪৩,৭২৮ এবং ২০,৮০০ ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস। মণ্ডলগড়ে প্রথমে বিজেপি
এগিয়ে থাকলেও পরে তাদের পিছনে ফেলে এখন ১১৬ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!