এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে বিফোরক অভিযোগ তুললেন হেভিওয়েট তৃণমূল নেতা

করোনা আবহে বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে বিফোরক অভিযোগ তুললেন হেভিওয়েট তৃণমূল নেতা

করোনা আবহে বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে বিফোরক অভিযোগ তুললেন হেভিওয়েট তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। করোনা ভাইরাসকে আটকাতে লকডাউনে এখন বিভিন্ন জায়গা স্তব্ধ। কিন্তু মহামারীর এই সংকটজনক মূহুর্তে রাজনৈতিক অশান্তি কিছুতেই থামছে না বাংলায়।

সূত্রের খবর, এবার শনিবার সকালে ভাটপাড়াতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক তৃণমূল কর্মী। যে ঘটনায় এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূলের অভিযোগ, এই গোটা ঘটনার পেছনে বিজেপি সাংসদ অর্জুন সিংহের হাত রয়েছে।

জানা গেছে, গত শনিবার সকালে ভাটপাড়া এলাকায় তৃণমূলের টাউন অফিস থেকে ত্রাণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। মুলিন রজক নামে একজন কর্মী সেখানে ত্রাণ বন্টনের কাজ শেষ করে 17 নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির দিকে আসছিলেন। অভিযোগ, এমন সময় কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথমে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে পড়ে গুলিটি তৃনমূল কর্মীর পায়ে গিয়ে লাগার সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এদিকে তৃণমূল কর্মীকে এভাবে পড়ে যেতে দেখে সাধারণ মানুষরা ছুটে এসে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আর লকডাউনের সময় এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা ভাটপাড়া জুড়ে। ইতিমধ্যেই এই ব্যাপারে বিজেপির দিকে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এদিন এই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে দায়ী করে ভাটপাড়া তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বলেন, “এই লকডাউনের পরিবেশেও ভাটপাড়ায় রাজনৈতিক অশান্তি জিজ্ঞে রাখতে চাইছেন অর্জুন সিংহ। এই দুঃসময়ে রাজ্যজুড়ে শাসক দল যে জনগণের পাশে থেকে কাজ করছে, সেই ভাবমূর্তি নষ্ট করার জন্য তার নির্দেশেই এই হামলা। এতে এলাকাবাসীর মনে ভয় উস্কে দিয়ে তৃণমূল কর্মীদের থেকে তাদের দূরত্ব বাড়িয়ে তোলা এবং প্রাপ্য রেশন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পাওয়া থেকে জনগণকে বঞ্চিত করাই তার উদ্দেশ্য।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এখন রাজনীতির সময় নয়। কিন্তু যেভাবে গত লোকসভা নির্বাচনের সময় থেকে ভাটপাড়া উত্তপ্ত হতে দেখা গেছে, তাতে আশঙ্কার পারদ দিনকে দিন চড়তে শুরু করেছিল। তবে বেশ কিছুদিন ধরে সেই ভাটপাড়ায় তেমন কোনো অশান্তি হতে দেখা যায়নি। কিন্তু এবার লকডাউনের সময় যেভাবে এক তৃণমূল কর্মীকে গুলিবিদ্ধ হতে দেখা গেল, তাতে রীতিমত আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে এলাকাবাসীর মনে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!