এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি নেতাকে কুরুচিকর মন্তব্যের যোগ্য জবাব দিলেন তৃণমূল নেত্রী, বিতর্ক চরমে

বিজেপি নেতাকে কুরুচিকর মন্তব্যের যোগ্য জবাব দিলেন তৃণমূল নেত্রী, বিতর্ক চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চৈত্রের উত্তাপ যেমন বাড়ছে, তেমনি রাজনৈতিক উত্তাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রাজ্যে। তার মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গতকাল তিনি নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে মন্তব্য করার মাঝেই তীব্র কুরুচিকর মন্তব্য করেন।

 যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়ে যায় সাথে সাথেই। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল, দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল চুপ করে থাকবে না। আর সেই অনুমানই সত্যি হলো। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়ে গত 10 ই মার্চ বিরুলিয়া বাজারে আঘাতপ্রাপ্ত হন।

তারপর থেকেই মমতা ব্যানার্জি হুইল চেয়ারে করে প্রচার চালাচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গায়। তাঁকে দেখা যাচ্ছে হুইলচেয়ারে। পা তিনি পুরোপুরি ঝুলিয়ে রাখতে পারছেন না। সে জায়গায় তাঁর পা হুইল চেয়ারের সামনে একটি ছোট টুলে তুলে রাখতে হচ্ছে।

 আর এই নিয়েই মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন একদিকে শাড়ি দিয়ে ঢাকা পা, আর আরেকদিকে পা বার করা, একথা বলতে গিয়েই দিলীপ ঘোষ বলেন, যদি পা বার করতেই হয়, তাহলে শাড়ি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বারমুডা পড়ার পরামর্শ দেন। বলেন, এতে পরিষ্কার দেখা যাবে। খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্য তৃণমূল শিবিরে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যেভাবে কুরুচিকর কথা বলা হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে বিজেপি নেতারা মহিলাদের কিভাবে সম্মান করবে! মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের পর মহুয়া মিত্র টুইটারের মাধ্যমে তাঁর তীব্র ক্ষোভ উগরে দেন। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মহুয়া মিত্র তাঁকে ‘পারভার্ট’ বলে উল্লেখ করেছেন।

আর তাই নিয়ে শুরু হয়েছে আরেক দফা বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, যেভাবে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তার জবাব বাংলার মানুষ দেবে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে দোসরা মে পর্যন্ত। সব মিলিয়ে দিলীপ ঘোষের মন্তব্য রাজনৈতিক মহলে যে বড়োসড়ো বিতর্ক সৃষ্টি করেছে, সে ব্যাপারে নিঃসন্দেহ রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোটের মুখে যেভাবে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছেন, তা এবারের নির্বাচনে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!