এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > আরও একবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, কমবে শীতের আমেজ

আরও একবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, কমবে শীতের আমেজ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট নিম্নচাপের যেন আর শেষ নেই এ রাজ্যে। একের পর এক নিম্নচাপ এসেই চলেছে। সবেমাত্র শীতের আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী, কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আরও একবার নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিতে চলেছে বাংলার আকাশে। আর তাই রবিবার থেকে ঝলমলে আকাশ ঢেকে যেতে পারে বিক্ষিপ্ত মেঘে। এর ফলে তাপমাত্রা আরও একবার বেড়ে যাবে। এরপর রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও জারি রেখেছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা বেড়ে গেলে অবশ্যই শীতের অনুভূতি কমবে। আজকে শনিবার অবশ্য যথেষ্টই শীতের অনুভূতি পাওয়া গেছে।

কারণ আকাশ ছিল পরিষ্কার। গত সপ্তাহের শেষের দিক থেকে তামিলনাড়ু উপকূলে একটি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছিল, আবহাওয়া ছিল মেঘলা। বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছিল। সেই ঘটনারই আরও একবার পুনরাবৃত্তি হতে চলেছে এই সপ্তাহে বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপের ঘনঘটা। মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার কথা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং তার জন্যই রবি এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির কোন সম্ভাবনা নেই আপাতত। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা রাত থেকেই বাড়তে শুরু করবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 30.7 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াবে বলে জানা গিয়েছে। স্বাভাবিকের থেকে যা 1° বেশি। গত 24 ঘন্টায় শহরে কোন বৃষ্টিপাত হয়নি। সর্বনিম্ন তাপমাত্রা 19.9 ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত নিম্নচাপের ঘেরাটোপ কাটিয়ে কবে শীতের মুখোমুখি হওয়া যায়, এখন সেই দিন গুনছেন বাংলার মানুষ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!