এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে বড়সড় যোগদান? তাই কি দিল্লিতে জরুরি তলব দিলীপ-মুকুলের? বাড়ছে জল্পনা!

বিজেপিতে বড়সড় যোগদান? তাই কি দিল্লিতে জরুরি তলব দিলীপ-মুকুলের? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি। তারপরেই বাংলার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই অমিত শাহ রাজ্যে এসে 200 টি আসনে জয়লাভের টার্গেট দলকে বেঁধে দিয়েছেন। তাই এমত পরিস্থিতিতে বিজেপি যখন বাংলায় জয়ের লক্ষ্যে কাজ করতে শুরু করেছে, ঠিক তখনই অমিত শাহ বাংলা ছেড়ে যাওয়ার দুই দিনের মধ্যেই জরুরী ভিত্তিতে দিল্লিতে ডেকে নেওয়া হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায়কে।

স্বাভাবিকভাবেই দুইদিন আগে বিজেপির সর্বভারতীয় চানক্য রাজ্যে এসে সমস্ত কর্মসূচি করে গেলেও, কেন তার ফিরে যাওয়ার কিছু দিনের মধ্যেই আবার রাজ্যের দুই হেভিওয়েট বিজেপি নেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হল, এখন তা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে। বিশেষ সূত্র মারফত খবর, মুকুল রায় এবং দিলীপ ঘোষকে ডেকে বিজেপির সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। জানা যাচ্ছে, রাজ্যের দুই তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে। তাই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই এই বৈঠক।

আর বঙ্গ রাজনীতিতে মুকুল রায় এবং দিলীপ ঘোষের দিল্লিতে জরুরি তলবকে কেন্দ্র করে এখন ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। বস্তুত, রাজ্যে এসে অমিত শাহ দাবি করেছিলেন, তৃণমূলের অনেকেই যোগাযোগ রাখতে শুরু করেছেন। এই তালিকা অনেকটাই দীর্ঘ। স্বাভাবিক ভাবেই এরপর থেকেই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের অন্দরমহলে অনেক বিধায়ক প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। যার ফলে তীব্র অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে রাজ্যের দুই তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করতে পারেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই বিজেপির দুই হেভিওয়েট নেতা কেন্দ্রের ডাকে দিল্লি পৌঁছে গেলেন বলে দাবি করা হচ্ছে। কিন্তু তৃণমূলের কোন দুই বিধায়ক দলবদল করবেন! এখন তা নিয়েই প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে। বিশেষজ্ঞদের মতে, 2011 বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বাম সরকারের ঘর ভেঙে নেতাকর্মীদের তৃণমূলে আনতে শুরু করেছিলেন তৎকালীন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়। কিন্তু এখন সেই মুকুল রায় ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন। তাদের এখন প্রধান টার্গেট বাংলায় পরিবর্তন আনা।

এক্ষেত্রে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য অমিত শাহ সেই মুকুল রায় এবং দিলীপ ঘোষের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে গিয়েছেন। তাই এই পরিস্থিতিতে বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙ্গতে মুকুলবাবু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে দাবি করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে দুই তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগদান নিয়ে বঙ্গ বিজেপির দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের সঙ্গে শেষ মুহূর্তে কথা বলে দিতেই কেন্দ্রের পক্ষ থেকে তাদের দিকে নেওয়া হল বলে দাবি বিশেষজ্ঞদের। এখন শেষ পর্যন্ত এই বৈঠক কতটা সফল হয় এবং এই বৈঠক থেকে কি উঠে আসে এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের চাপ কতটা বৃদ্ধি পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!