এখন পড়ছেন
হোম > জাতীয় > ভাঙতে চলেছে সিপিএম? পার্টি কংগ্রেসে জল্পনা তুঙ্গে

ভাঙতে চলেছে সিপিএম? পার্টি কংগ্রেসে জল্পনা তুঙ্গে

আগামী লোকসভা নির্বাচনে দলীয় অবস্থান কী হবে এখনই ঠিক নেই। কিন্তু তেলেঙ্গানায় অনুষ্ঠিত সিপিএমের ২২তম পার্টি কংগ্রেসে দলীয় কোন্দল প্রকাশ্যে এলো। এদিন আগামী লোকসভা নির্বাচনে দলের রাজনৈতিক ও কৌশলগত লাইন কী হবে সেই বিষয়ে কেন্দ্রীয় কমিটিতে অনুমোদিত প্রথম খসড়াটি সিপিএমের পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাট পার্টি কংগ্রেসের প্রতিনিধিদের সামনে পেশ করেন। এরপরেই এদিন সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তাঁর খসড়া প্রস্তাব উত্থাপন করেন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই পার্টি কংগ্রেসে একই বিষয়কে কেন্দ্র করে প্রাক্তন এবং বর্তমান দুই সম্পাদকের দুটি খসড়াপত্র দলের অধিকাংশ প্রতিনিধির কপালেই ভাঁজ ফেলে দিয়েছে। দলের বর্তমান পরিস্থিতির কথা বিচার করলে এ কথা প্রায় অনিবার্য যে পার্টি কংগ্রেসে দলের কার্যপদ্ধতি স্থির করতে নির্বাচনের মাধ্যমে দলের প্রতিনিধিদের মতামত জানতে হবে। এদিন উদ্বোধনী-পর্বে সৌভ্রাতৃত্বের বার্তা দিতে এসে সিপিআইয়ের সুধাকর রেড্ডি ইয়েচুরীর পক্ষে সওয়াল করেছেন। পার্টি কংগ্রেসের প্রথম দিনেই পশ্চিমবঙ্গের পক্ষ থেকে জীবেশ সরকার, শান্তনু ঝা, সোমনাথ ভট্টাচার্য ও কনীনিকা ঘোষ সকলেই ইয়েচুরীর কথার সমর্থনেই থেকেছেন। শেষ অবধি প্রকাশ কারাট না সীতারাম ইয়েচুরী কার প্রস্তাব প্রাধাণ্য পাবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২২ শে এপ্রিল অবধি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!