এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের রায় নিয়ে পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত মিলল তৃণমূল হেভিওয়েটদের কথায়

ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের রায় নিয়ে পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত মিলল তৃণমূল হেভিওয়েটদের কথায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট ভোট পরবর্তী হিংসা নিয়ে আজকে হাইকোর্টের তরফ থেকে বড়োসড়ো ঘোষণা করা হয়েছে। কার্যত হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তের। আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বাদানুবাদ। ইতিমধ্যেই এই রায়কে যেমন স্বাগত জানিয়েছে বিজেপি, ঠিক সেভাবেই পাল্টা বিরোধিতার ইঙ্গিত দিচ্ছে তৃণমূল। দীর্ঘদিন যাবৎ রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চলছিল বাদানুবাদ আর সেই সূত্রেই হাইকোর্টের এই নির্দেশ। তবে আদালতের এই নির্দেশ খুশি করতে পারেনি রাজ্য সরকারকে। তাই সুপ্রিমকোর্টের যাওয়ার চিন্তা-ভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের অন্যতম সাংসদ সৌগত রায়।

এদিন তিনি বলেন, কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা নিয়ে যে রায় দিয়েছে তাতে তিনি যথেষ্ট অখুশি। কারণ রাজ্যের আইন শৃঙ্খলার মধ্যে বারবার চলে আসছে সিবিআই, আর তা মোটেই উচিত নয়। পাশাপাশি সৌগত রায় জানিয়েছেন, রাজ্য সরকার এই সিদ্ধান্ত বিবেচনা করে যদি মনে করে তাহলে আপিল করা হবে। সেক্ষেত্রে সৌগত রায় জানিয়েছেন, সিবিআই কিংবা সিট যে তদন্ত করার সেটা চালাবে। কিন্তু বিজেপি যেভাবে মানুষের ভোটে হেরে গিয়ে হাইকোর্টের আশ্রয় নিয়েছে, তা দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন রাজ্যের তৃণমূল সাংসদ। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনকে নিয়েও তিনি একাধিক মন্তব্য করেছেন।

সৌগত রায়ের মতে, রাজ্যে আইন-শৃঙ্খলা দেখার কোনো অধিকার নেই জাতীয় মানবাধিকার কমিশনের। সেক্ষেত্রে তাঁরা কেন্দ্রীয় সরকারের কোন বাহিনী বা সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করলে সেক্ষেত্রে মানবাধিকার কমিশনের ভূমিকা থাকতে পারে। কিন্তু রাজ্য হাইকোর্ট মানবাধিকার কমিশনকে দায়িত্ব দিয়েছিল রাজ্যের ক্ষেত্রে। অন্যদিকে মানবাধিকার কমিশনেও বিজেপি যোগ পাওয়া গিয়েছে। কার্যত কিছুদিন আগেই মানবাধিকার কমিশনের এক কর্মীর সঙ্গে বিজেপির যোগ পাওয়ার খবর থাকার খবর সামনে আসে। আর তাই নিয়ে যথেষ্ট হইচই হয় রাজনৈতিক মহলে। অন্যদিকে একই ইস্যু নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কু্ণাল ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানিয়েছেন, প্রকাশ্যে অবশ্যই হাইকোর্টের নির্দেশ নিয়ে কোন বিরোধিতা করা যাবেনা। কিন্তু সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই রায় খতিয়ে দেখে অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন। পাশাপাশি জানিয়েছেন, সম্ভাব্য আইনি দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একইসাথে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা করেন। তবে তৃণমূল যাই বলুক না কেন, গেরুয়া শিবির কিন্তু এই রায় নিয়ে যথেষ্ট খুশি।

ইতিমধ্যেই কৈলাস বিজয়বর্গীয় হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি জানা যাচ্ছে হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, রাজনৈতিক ভোট-পরবর্তী হিংসার ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদেরকে ক্ষতিপূরণ দেওয়ার। সব মিলিয়ে আজকে ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। আপাতত সিবিআই কিংবা সিট তদন্ত চালিয়ে নতুন কোন তথ্য সামনে আনে, সে দিকেই থাকছে নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!