এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আদালতের রায়ে খুশি নন হেভিওয়েট তৃণমূল সাংসদ, রাজ্যের পদক্ষেপ ঘিরে জল্পনা!

আদালতের রায়ে খুশি নন হেভিওয়েট তৃণমূল সাংসদ, রাজ্যের পদক্ষেপ ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে ভোট পরবর্তী হিংসা মামলায় রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। যেখানে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে গোটা বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর তারপরেই তৈরি হয়েছে সমস্যা। তবে এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে তেমন কোনো মন্তব্য সামনে আসেনি। কিন্তু গোটা বিষয়ে যে তৃণমূল কংগ্রেস এবং শাসক শিবির খুশি নয়, তা কার্যত পরিষ্কার। ইতিমধ্যেই হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি।

তবে বারবার সিবিআই নিয়ে প্রশ্ন তোলা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে যে বড় অস্বস্তির মুখে পড়ে গিয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। সেদিক থেকে তৃণমূলের এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে আবার কি সিদ্ধান্ত নেওয়া হয়, তার দিকে নজর রয়েছে সকলের। তবে এই বিষয়ে মন্তব্য করে শাসক শিবিরের অবস্থান সম্পর্কে কিছুটা হলেও আভাস দেওয়ার চেষ্টা করলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।

সূত্রের খবর, এদিন হাইকোর্টে পক্ষ থেকে এই রায়দান করার পরেই প্রতিক্রিয়া দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। প্রত্যেকটি বিষয়ে সিবিআইয প্রবেশ করাতে যে তিনি খুব একটা খুশি নন, সেই ব্যাপারে জানিয়ে দেন দমদমের তৃণমূল সাংসদ। সৌগতবাবু বলেন, “আইনশৃঙ্খলা পুরোপুরি রাজ্যের বিষয়। সেটা নিয়ে বারবার সিবিআইয়ের চলে আসা কাম্য নয়। ভোটে হেরে গিয়েছে বিজেপি। তাই এখন ওরা নানাভাবে চক্রান্ত করার চেষ্টা করছে। আমার মনে হয়, রাজ্য এর বিরুদ্ধে যাবে।”

অর্থাৎ বর্ষিয়ান তৃণমূল সাংসদের এই কথার মধ্যে দিয়ে স্পষ্ট যে, তৃণমূল কংগ্রেস এই রায়কে খুব একটা ভালো চোখে নিচ্ছে না। তবে রাজ্য সরকার এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, তা অবশ্যই লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। কিন্তু সৌগত রায়ের মত বর্ষিয়ান নেতা যখন এই রায়ের বিরুদ্ধে মন্তব্য করলেন, তখন রাজ্য সরকার যে সেই রায়ের বিরুদ্ধেই আবার নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, রাজ্য যে এই রায়ে খুশি হবে না, তা কার্যত পরিষ্কার। কেননা এর আগে ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট জমা পড়ার পরে শাসক দলের একাধিক নেতা এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যার ফলে ব্যাকফুটে পড়ে গিয়েছিল রাজ্য সরকার। আর এবার যে সিবিআই নিয়ে বারবার প্রশ্ন তুলতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে, সেই সিবিআইয়ের উপর কলকাতায় হাইকোর্ট গোটা বিষয়ে ভরসা রাখার কারণে রাজ্যের চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

তাই সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানানো না হলেও, গোটা বিষয়ে মন্তব্য করে জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সব মিলিয়ে সৌগতবাবুর কথা মতই কি এবার রাজ্যের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, নাকি এই রায়কে মেনে নিয়ে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়াকে স্বাগত জানায় রাজ্য, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!