এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >  তৃণমূলকে রুখতে বুথ থেকে ব্লকস্তর পর্যন্ত নেতৃত্ত্বের বড়সড় পরিবর্তন ঘটাতে চলেছে গেরুয়া শিবির

 তৃণমূলকে রুখতে বুথ থেকে ব্লকস্তর পর্যন্ত নেতৃত্ত্বের বড়সড় পরিবর্তন ঘটাতে চলেছে গেরুয়া শিবির

তৃণমূলের সঙ্গে জোর টক্কর দিতে পশ্চিম মেদিনীপুর জেলার ব্লক থেকে বুথ পর্যন্ত ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল বিজেপি। বস্তুত, গত মাসে মেদিনীপুরে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শেষ হয়। যেখানে এই জেলায় বিজেপির সদস্য সংগ্রহ হয়েছে প্রায় ৬ লক্ষ ৪৮ হাজার। আর এই সদস্য সংগ্রহ অভিযান শেষ হওয়ার পরই এবার সংগঠন মজবুত করার দিকে নজড় দিচ্ছে দিয়েছে। বুথস্তর থেকে সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিন এই প্রসঙ্গে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি শমিত দাশ বলেন, “গতবারের তুলনায় এবার আমাদের সদস্য সংগ্রহ কয়েকগুণ বেড়েছে। স্বাভাবিকভাবে এবার আমরা বুথ, ব্লকস্তরে কমিটি গঠনে নজর দিয়েছি। বুথ এবং ব্লকস্তরে আমাদের কমিটির সদস্য সংখ্যা অনেক বাড়ানো হচ্ছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর লোকসভা আসনটি তৃনমূলের কাছ থেকে দখল করে বিজেপি। জেলার অনেক বিধানসভা কেন্দ্রেই বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক শুরু হয়েছে। গত তিন বছর আগে এই জেলায় সদস্য সংগ্রহ হয়েছিল ৪৫ হাজার। কিন্তু লোকসভা নির্বাচনের পরই এই চিত্রটা পাল্টাতে শুরু করে।

বিজেপির সদস্য হওয়ার জন্য ব্লকে ব্লকে প্রচুর আবেদন জমা পড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, সামনের বছরই পুরসভা নির্বাচন, আর তারপরই বিধানসভা নির্বাচন। যার জেরে এখন থেকেই শাসক দলের বিরুদ্ধে সমান টক্কর দিতে বুথস্তরকে আরও মজবুত করার উদ্যোগ নেওয়া হয়েছে বিজেপির তরফে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি সূত্রের খবর, এই জেলায় মোট ২২৩০টি বুথের মধ্যে ১৮০০ টি বুথে কমিটি ছিল। বাকি ৪৩০টি বুথে এতদিন তারা কমিটিই গঠন করতে পারেনি। জানা যায়, আগের বুথস্তরের কমিটিতে ১২জন সদস্য থাকলেও এবার তা বাড়িয়ে ৩১জন করা হচ্ছে। এছাড়া ‘পৃষ্ঠা প্রমুখ’ নামে আরও একটি কমিটি গঠন করা হচ্ছে। গতবার ১২০০ টি বুথে এই কমিটি থাকলেও তাদের সক্রিয়তা খুব একটা ভালো ছিল না। এবার সেই কমিটির উপর বেশি জোর দেওয়া হয়েছে। কমিটিতে ২০ জন করে সদস্য থাকবেন।

পাশাপাশি ২২০০ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। আর এদের কাছেই বুথস্তরে ভোটার তালিকা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের যাবতীয় প্রকল্প বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা। এছাড়াও কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কাছে কতটা কাজ করছে তা আরও বেশি করে প্রচার করাই এই কমিটির কাজ হবে। জানা গেছে, এই সাংগঠনিক জেলায় মোট ২৯টি ব্লক রয়েছে। সমস্ত ব্লকেই এতদিন তাদের ৩১ সদস্যের কমিটি ছিল। কিন্তু এবার সেই কমিটিতেও সদস্য সংখ্যা অনেক বাড়ানো হচ্ছে।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি শমিতবাবু বলেন, “আমরা নতুন কমিটিতে আরও বেশি করে সদস্যকে যুক্ত করা হচ্ছে। তবে, আগের কমিটির কাউকে বাদ দেওয়া হচ্ছে না। যিনি যোগ্য তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেখানে নতুন কাউকে আনা হচ্ছে না। তবে, কারও কর্মক্ষমতা কমে গেলে তাঁর জায়গায় সকলের সঙ্গে আলোচনা করেই যোগ্য ব্যক্তিকে কমিটি দেখভালের দায়িত্ব দেওয়া হবে। আমরা বুথস্তরে মজবুত কমিটি চাই। ঠিক হয়েছে, ২২০০ বুথে আমরা কমিটি গঠন করব। বাকি ৩০টি বুথে আগামীদিনে কমিটি গঠন করার চেষ্টা করব।”

কিন্তু জেলাস্তরে কমিটি নিয়ে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি? এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি বলেন, “জেলা কমিটিতে ৮১জন সদস্য রয়েছেন। আগে বুথ, ব্লক কমিটি গঠন করা হোক। পরবর্তীকালে জেলা কমিটি গঠনে উদ্যোগ নেওয়া হবে। এখন এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।” সব মিলিয়ে শাসকদলকে আটকাতে বুথ পর্যন্ত নেতৃত্বে বড় মাপের পরিবর্তন আনতে চলেছে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!