শাসকদলে ভাঙ্গন ধরিয়ে বঙ্গ-বিজয়ের পরিকল্পনা নিয়ে আসরে অমিত শাহ কলকাতা জাতীয় বিশেষ খবর রাজ্য December 22, 2017July 16, 2021 আগামী মাসেই নির্বাচনের দায়িত্ব বুঝিয়ে দিতে বাংলায় আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর মূল লক্ষ্য সামনের বছরের পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই দিল্লি থেকেই বঙ্গ-বিজেপির উদ্দেশ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি পাঠিয়েছেন কিছু প্রয়োজনীয় বার্তা। আপাতত তিনি বুথ স্তরে যত শীঘ্র সম্ভব ১০ জনের কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছেন দিল্লি থেকেই। আর সেই কমিটিই নিজ নিজ বুথে পরিচালনা করবে ভোট। তাই প্রত্যেক কমিটিতে কিছু সক্রিয় নেতা-কর্মী ও সমাজের বুদ্ধিজীবী মহলকে স্থান দিতে হবে বলে নির্দেশ এসেছে বলে বিজেপি-সূত্রে জানা যাচ্ছে। সঙ্গে অমিত শাহ নির্দেশ দিয়েছেন, প্রত্যেক মোর্চা ও সেলকে সক্রিয় করতে হবে এবং সারাবছর মানুষের পাশে থাকতে হবে। আপাতত ২০১৯ এর লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করায় হল বিজেপির মূল লক্ষ্য। গত মঙ্গলবার রাজ্য দফতরে বিজেপির বৈঠক চলাকালীন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাকে ফোন করেন অমিত শাহ। তিনি বাংলায় দলের কাজকর্ম সম্পর্কেও জানতে চান বলে খবর। পাশাপাশি তিনি নির্দেশ দেন, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে হারাতে গেলে বুথ সংগঠনের পাশাপাশি রাজ্যে বিজেপির সদস্য সংখ্যাও বাড়াতে হবে। তাই অন্যান্য দলের নেতারা যাঁরা বিজেপিতে আসতে চান তাঁদেরকেও দলে যথোপযুক্ত সম্মান দিয়ে দলে নিয়ে আসতে হবে। ফলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা বাংলায় সংগঠন বিস্তারে তৃণমূলে ভাঙন ধরানোও বিজেপির একটি মোক্ষম উদ্দেশ্য। বিজেপির দলীয় সূত্রে খবর, অমিত শাহ ইতিমধ্যেই দলীয় স্তরে জানিয়েছেন যে বঙ্গ-বিজয় নিয়ে তাঁর পরিকল্পনা তৈরি, শুধু সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে হবে বিজেপির রাজ্য নেতাদের। আপনার মতামত জানান -