এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ‘আমারও ভুল হয়’, লন্ডনে গিয়ে ঐতিহাসিক স্বীকারোক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

‘আমারও ভুল হয়’, লন্ডনে গিয়ে ঐতিহাসিক স্বীকারোক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর


লন্ডনে গেছেন প্রধানমন্ত্রী। আর এদিন লন্ডনের ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এলো সন্ত্রাসবাদ,দেশের নারী সুরক্ষা,গ্রামোন্নয়ণ,নোটবন্দির মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ।
সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্থানকে টার্গেট করে মোদীজি বলেন,”সামনাসামনি কিছু করতে না পেরে পিছন থেকে ছুরি মারে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

“ভারত বদলে গিয়েছে এ দাবী করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন,’ ইট কা জবাব্ পাথ্থর সে মিলেগা’।এরই মাঝে একটি মন্তব্য রাহুল গাঁধীকে কটাক্ষ করলেন তিনি পরোক্ষভাবে।মোদীজির কথায়,” কখনো ভাবিনি একা দেশ বদলে ফেলব।আমার ১০০ কোটি দেশবাসীর উপর ভরসা রয়েছে।”নোটবন্দি প্রসঙ্গে মোদীজি জানিয়েছিলন ওদিন যে নোটবন্দি একটি ঐতিহাসিক পদক্ষেপ।এছাড়াও নিজের ব্যাপারে বলতে গিয়ে তিনি জানান,” আমারও ভুল হয়।কিন্তু সেই ভুলের উদ্দেশ্য অসৎ নয়।” ‘টিম ইন্ডিয়া’ কনসেপ্ট এর ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন,” আমি সমালোচিত হতে পছন্দ করি।কিন্তু আমার দেশের মানুষকে আক্রমণ করবেন না।আমি টিম ইন্ডিয়া কনসেপ্টে বিশ্বাস করি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!