এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অষ্টম দফা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে বড় ধাক্কা, হেভিওয়েট তৃণমূল নেতা কমিশনের কোপে

অষ্টম দফা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে বড় ধাক্কা, হেভিওয়েট তৃণমূল নেতা কমিশনের কোপে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে চলছে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের একেবারে শেষ প্রান্তে এসে কমিশনের নোটিশ পেলেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। প্রসঙ্গত, সপ্তম দফার নির্বাচনে ভোট হয়েছে কলকাতা বন্দরে। তার আগে প্রচার চালাতে গিয়ে ফিরহাদ হাকিম কিছু বিতর্কিত মন্তব্য করে বসেন কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে।

একটি ভিডিওর মাধ্যমে এই ঘটনা সামনে আসে এবং বিজেপির পক্ষ থেকে এই ভিডিওটি নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়। তারই ফলস্বরূপ কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শোকজ করে 24 ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার ফিরহাদ হাকিমের একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যায়, প্রচারে গিয়ে নিজের নির্বাচনী এলাকায় বিরোধী দল বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বিদায়ী পুরমন্ত্রী। আর সেই ভিডিওটিকেই হাতিয়ার করে তুলেছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের কাছে ভিডিওটি নিয়ে গিয়ে বিজেপি নালিশ জানানোর পর ভিডিওটি খতিয়ে দেখেছে কমিশন। আর তারপরেই ফিরহাদ হাকিমকে কাছে জবাবদিহি চাওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফিরহাদ হাকিমকে নোটিশের মাধ্যমে বলা হয়েছে, তাঁর বক্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে। ভোটের শুরু থেকেই অবশ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনেছে পক্ষপাতিত্ত্বের। বিভিন্ন সময়ে তৃণমূলের বিভিন্ন নেতা-নেত্রীকে কমিশনের শোকজের মুখে পড়তে হয়েছে। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও 24 ঘন্টার জন্য ব্যান করেছিল কমিশন। এই পরিস্থিতিতে কমিশনের নোটিশকে গুরুত্ব দিতেই রাজি নয় তৃণমূল শিবির।

আর মাত্র কয়েকটি দিন, তারপরেই রাজ্য পেয়ে যাবে তার ভাবী শাসককে। কিন্তু তার আগে রাজ্যজুড়ে চলল ভয়ানক রাজনৈতিক হিংসা। পাশাপাশি রাজ্যের নেতা-নেত্রীদের বক্তব্য বিভিন্ন সময় নির্বাচনী আচরণবিধি লংঘন করেছে, যা সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে কমিশনকেও। শেষ মুহূর্তে এসে যেমন ফিরহাদ হাকিমকে শোকজ জারি করা হয়েছে। আপাতত দেখার ফিরহাদ হাকিম কমিশনের এই শোকজের জবাব কিভাবে দেন!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!