এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > রাজস্থানের পর এবার কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব পাঞ্জাবে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংঘাতে দলের একাংশ

রাজস্থানের পর এবার কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব পাঞ্জাবে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংঘাতে দলের একাংশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজস্থানে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব দলকে বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলটের দ্বন্দ্ব ক্রমশ তীব্র আকার ধারণ করছে। আর, এবার একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হল পাঞ্জাবে। সম্প্রতি, পাঞ্জাবে দুজন কংগ্রেস বিধায়কের ছেলেকে সরকারি চাকরিতে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলের একাংশ। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি উঠেছে।

গত শুক্রবার পাঞ্জাবের মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে পাঞ্জাবের দুজন কংগ্রেস বিধায়কের ছেলে অর্জুন প্রতাপ সিং ভাজওয়া, ভীষ্ম পাণ্ডেকে সরকারি চাকরিতে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। জানানো হয়, তাদের পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। তাদের আত্মদানকে সম্মান জানাতে এই দু’জনকে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। তবে, এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলেরই একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে পাঞ্জাব রাজ্য কংগ্রেস সভাপতি সুনীল জাফর জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হবে। না হলে নির্বাচনের আগে দলের ওপর তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মুখ্যমন্ত্রীকে তিনি তাই এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি আশা করছেন যে, মুখ্যমন্ত্রী শুভবুদ্ধির উদয় হবে। দলের রাজ্য সভাপতি ছাড়াও পাঞ্জাবের দুজন কংগ্রেস বিধায়কও মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং অবশ্য তাঁর এই সিদ্ধান্তের কোন পরিবর্তন ঘটাতে ইচ্ছুক নন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, সিদ্ধান্ত প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। সন্ত্রাসীদের গুলিতে নিহত পরিবারকে শ্রদ্ধা জানাতে তাঁদের এই নিয়োগ করা হবে। অকারণে এখানে রাজনৈতিক রং লাগানো হচ্ছে বলে, অভিযোগ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, মন্ত্রী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই এই সিদ্ধান্ত ফিরিয়ে নেবার অর্থই হলো মন্ত্রীসভাকে অপমান জানানো।

প্রসঙ্গত, আগামী বছরই ভোট রয়েছে পাঞ্জাবে। ভোটের মুখে দলের একাংশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে ওঠা, তীব্র অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে দলকে। রাজস্থানের মতোই পাঞ্জাবেও কংগ্রেসের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এদিকে সরকারের বিভিন্ন কার্যকলাপ নিয়েও তোপ দাগতে শুরু করেছে বিরোধী শিবির।

মাধ্যমিক পাস্ পড়ুয়াদের স্কলারশিপ প্রদান প্রক্রিয়া, করোনার টিকাদান নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছে আম আদমি পার্টি ও শিরোমণি আকালি দল। বিরোধীদের ক্রমাগত প্রতিবাদ ও বিষেদাগার ক্রমশ চাপের মুখে ফেলে দিচ্ছে কংগ্রেসকে। আর তার মধ্যেই অন্তর্দ্বন্দ্ব দলকে আরও কোণঠাসা করে দিতে পারে বলে, আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!