এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল বিধায়কের স্বামীর গাড়িতে হামলা, বোমা-গুলি চালানোর অভিযোগে বিদ্ধ বিজেপি!

তৃণমূল বিধায়কের স্বামীর গাড়িতে হামলা, বোমা-গুলি চালানোর অভিযোগে বিদ্ধ বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। পঞ্চম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও, চতুর্থ দফার ভোট ছিল রক্তাক্ত। তবে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানে ভোট পরবর্তী হিংসা চরম আকার ধারণ করেছে। এবার মিনাখা বিধানসভার পুরাতন কামারগাথি এলাকায় তৃণমূলের বিদায়ী বিধায়কের স্বামীর গাড়িতে হামলা করার অভিযোগ উঠল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার পুরাতন কামারগাথি এলাকায় তৃণমূলের পোলিং এজেন্ট আক্রান্ত হয়েছেন, এই খবর পেয়ে সেখানে পৌঁছে যান মিনাখার বিদায়ী তৃণমূল বিধায়ক উষারানী মন্ডলের স্বামী হাড়োয়া ব্লক তৃণমূল সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল। কিন্তু সেখান থেকে ফেরার পথেই তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। যে ঘটনার সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলে অভিযোগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস‌। স্বাভাবিক ভাবেই ভোট-পরবর্তী হিংসাকে কেন্দ্র করে উত্তপ্ত মিনাখা বিধানসভা।

তৃণমূলের দাবি, এলাকায় অশান্তি তৈরি করতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে‌। যদিও বা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পঞ্চম দফার নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হলেও যে সমস্ত নির্বাচন হয়ে গেছে, এবার সেখান অশান্তি আটকানোই প্রধান চ্যালেঞ্জ কমিশনের কাছে। সেদিক থেকে ভোটের ফলাফল না বেরোনো অবধি বিভিন্ন এলাকা এভাবেই উত্তপ্ত হতে শুরু করলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারে। তাই সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!