এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা ভাইরাসে প্রাণ গেল হেভিওয়েট তৃণমূল বিধায়কের, শোকের ছায়া রাজনৈতিক মহলে!

করোনা ভাইরাসে প্রাণ গেল হেভিওয়েট তৃণমূল বিধায়কের, শোকের ছায়া রাজনৈতিক মহলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পঞ্চম দফার নির্বাচন যখন চলছে, ঠিক তখনই বড়সড় দুঃসংবাদ এল রাজনৈতিক মহলের কাছে। যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুরারই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রহমান। যে ঘটনাকে কেন্দ্র করে শোকের আবহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

বলা বাহুল্য, এবারও তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছিলেন আব্দুর রহমান। কিন্তু পরবর্তীতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য তাকে সেই প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়। আর এরপরই ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আর শেষ পর্যন্ত পঞ্চম দফার নির্বাচনের দিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই এক কংগ্রেস প্রার্থী এবং একাধিক প্রার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। আর এবার তৃণমূলের বিদায়ী বিধায়কের প্রাণ কেড়ে নিল ভয়াবহ এই মারন ভাইরাস। বস্তুত, নির্বাচনের মধ্যে মিটিং, মিছিল এবং সমাবেশকে কেন্দ্র করে তেমনভাবে করোনা বিধি মানতে দেখা যাচ্ছে না। যার ফলে হু হু করে বাড়তে শুরু করেছে এই ভাইরাসের প্রকোপ।

স্বাভাবিক ভাবেই আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে হেভিওয়েট জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মৃত্যু নিঃসন্দেহে শোকাতুর পরিবেশের সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। একাংশ বলছেন, যেভাবে একের পর এক প্রার্থী থেকে শুরু করে জনপ্রতিনিধিদের প্রাণ যাচ্ছে এই করোনা ভাইরাসের জন্য, তাতে অবিলম্বে সেদিকে নজর দেওয়া উচিত কমিশনের।

ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে সকাল 10 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত প্রচারের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এমনকি হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা বিধি মেনে সকলকে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু তার পরেও বেশ কিছু খামতি সামনে আসতে শুরু করেছে। আর এবার রাজ্যের এক জনপ্রতিনিধির করোনা ভাইরাসের মৃত্যুর ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!