এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর সভায় কৃষকদের প্রবল বিক্ষোভ, ৭১ জনের নামে এফআইআর

মুখ্যমন্ত্রীর সভায় কৃষকদের প্রবল বিক্ষোভ, ৭১ জনের নামে এফআইআর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   কেন্দ্রের নয়াকৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ দিন দিন তীব্র আকার ধারণ করছে। গতকাল হরিয়ানার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের কিসান মহা পঞ্চায়েত কর্মসূচিতে কৃষকেরা প্রবল বিক্ষোভ দেখালেন। হরিয়ানার কার্নালের কেমলা গ্রামে কৃষকদের সঙ্গে নয়াকৃষি আইনের বিষয়ে আলোচনা কথা ছিল মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের। কিন্তু সভাস্থলে মুখ্যমন্ত্রীর আসার আগেই শুরু হয় প্রবল বিক্ষোভ। যার ফলে মুখ্যমন্ত্রীর সভা ভেস্তে যায়। আজ এই ঘটনায় ৭১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল হরিয়ানা পুলিশ।

গতকাল কার্নালের কেমলা গ্রামে কেন্দ্রের নয়া তিন কৃষি আইন সম্পর্কে কৃষকদের সঙ্গে আলোচনা করতে কিসান মহা পঞ্চায়েত কর্মসূচিতে এসেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। নয়া কৃষি আইনের সুফল গুলি নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করবেন তিনি, এমন পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীরা। কিন্তু তাঁর সভাস্থলে পৌঁছানোর আগেই শুরু হয় প্রবল বিক্ষোভ। বিক্ষোভকারী কৃষকরা জানান, তারা কোনোভাবেই নয়া কৃষি আইন মেনে নেবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমে কালো পতাকা নিয়ে বিক্ষুব্ধ কৃষকের এগিয়ে আসেন। এরপর খুঁড়ে দেয়া হয় অস্থায়ী হেলিপ্যাড। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে জলকামান ও পরে লাঠি চার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় বলে অভিযোগ উঠেছে। ব্যারিকেড করে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেবার চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধ কৃষকেরা ব্যারিকেড ভেঙে সভাস্থলে পৌঁছে যান। চেয়ার, টেবিল ভেঙে দিয়ে তারা নয়াকৃষি আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সভাই বাতিল করে দেয়া হয়।

আজ এই ঘটনায় ৭১ জনের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে। গতকালের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিজের কেন্দ্রেই সভা করতে পারছেনা মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। কিছুদিন আগেও কৃষকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মনোহর লাল খট্টর।

তাঁর কনভয়ে হামলা করে করেছিলেন বেশ কিছু কৃষক। এরপর ১৩ জন কৃষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিল হরিয়ানা পুলিশ। সেসময়ও পুলিশ লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। অন্যদিকে, আজ কৃষক আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। এ বিষয়ে শেষ শুনানি হয়েছিল গত ১৭ ই ডিসেম্বর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!