শাসকদলের চিন্তা বাড়িয়ে এবার বঙ্গ-বিজেপিতে যোগ সংখ্যালঘুদেরও বিশেষ খবর রাজ্য November 24, 2017 শাসকদলকে চিন্তায় ফেলে সাংগাঠনিক দিক থেকে রাজ্যে ক্রমশ শক্তিশালী হচ্ছে বিজেপি।নানা দল ছেড়ে বিজেপিতে যোগদান তো চলছিলই এবার বিজেপিতে যোগ দিলেন সংখ্যালঘুরাও। শতাধিক অনুগামীদের সাথে তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছেড়ে এবার বিজেপির হাত ধরল অল ইন্ডিয়া ন্যাশনাল মুসলিম ফ্রন্ট। ফ্রন্টের সভাপতি শেখ বসির আলম এদিন বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তৃণমূলের উপর ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নাকি তাদের উপযুক্ত সম্মান প্রদর্শন করে না। তছাড়া তিনি আরো অভিযোগ করেন তৃণমূল ক্ষমতায় আসার আগে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি ক্ষমতায় আসে তবে সংখ্যালঘুদের কথা ভাববে কিন্তু ক্ষমতায় এসে সেই কথা রাখেনি, উল্টে তাঁদের কোনঠাসা করা হয়েছে। এই নিয়ে অবশ্য তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। *ছবিটি প্রতীকী আপনার মতামত জানান -