এখন পড়ছেন
হোম > অন্যান্য > আইসিসি ঘোষণা করলো দশকের সেরা ক্রিকেটার, রয়েছেন ধোনি-কোহলি

আইসিসি ঘোষণা করলো দশকের সেরা ক্রিকেটার, রয়েছেন ধোনি-কোহলি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০২০ এর শেষে এসে আইসিসি ঘোষণা করলো গোটা দশকের বিশ্বের সেরা ক্রিকেটারদের নাম। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি তাঁর ঝুলিতে পুরেছেন দশকের সেরা ক্রিকেটার (পুরুষ) এবং দশকের সেরা ওডিআই ক্রিকেটার (পুরুষ) এর খেতাব। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ দশকের সেরা টেস্ট ক্রিকেটারের খেতাব পেয়েছেন। দশকের সেরা টি২০ ক্রিকেটারের খেতাব গেছে আফগানি স্পিনার রশিদ খানের হাতে।

অস্ট্রেলীয় অলরাউন্ডার এলিজে পেরি সর্বক্ষেত্রে মহিলাদের সেরা ক্রিকেটার হিসেবে এই দশকের সেরা হয়েছেন। সেইসঙ্গে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই দশকে একমাত্র কোহলি ১০ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন। ৩৯টি শতরান এবং ৪৮টি অর্ধশত রানের ওপর ভিত্তি করেই কোহলি দশকের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের খেতাব ছিনিয়ে নিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু একদিনের ম্যাচে নয়, সব ক্ষেত্রেই কোহলি তার ব্যাটের জাদু দেখিয়েছেন। সমস্ত ক্রিকেটের ক্ষেত্র মিলিয়ে কোহলি ২০৩৯৬ রান করেছেন বিগত ১০ বছরে, যা কিনা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। কোহলি ৬৬ টি শতক এবং ৯৪ টি অর্ধশতক তাঁর ঝুলিতে পুরেছেন এই গোটা দশকে, যেটিও কিনা সর্বোচ্চ। তাঁর এই কৃতিত্বের ওপর ভর করেই, কোহলি দশকের সেরা ক্রিকেটারের খেতাব জয় করেছেন।

সেইসঙ্গে এম এস ধোনিকে আইসিসির তরফ থেকে দেওয়া হয়েছে “স্পিরিট ওফ্ ক্রিকেট” এর খেতাব। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে টি ব্রেকের আগে ভুল বশত রান আউট হয়ে যাওয়া ইয়ান বেলকে ধোনি ফিরিয়ে আনেন এবং তাঁর আউটের আপীল তুলে নেন। ইয়ান বেল সেই ইনিংসে ১৫৯ রান করেন। ধোনি এর “স্পোর্টস ম্যান স্পিরিট” এর এই উদাহরণই তাঁকে এই দশকের “স্পিরিট ওফ্ ক্রিকেট” খেতাব এনে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!