এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > মঙ্গলেই কি ভাসতে চলেছে উত্তরবঙ্গ? আবহাওয়া দপ্তরের নয়া পূর্বাভাস! জেনে নিন

মঙ্গলেই কি ভাসতে চলেছে উত্তরবঙ্গ? আবহাওয়া দপ্তরের নয়া পূর্বাভাস! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রাক বর্ষার বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত জলমগ্ন। দীর্ঘদিন ধরে বর্ষার দাপট শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। কখনও দক্ষিণবঙ্গ, আবার কখনও বা উত্তরবঙ্গে একনাগাড়ে বৃষ্টিপাত সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। জলমগ্ন হতে শুরু করেছে বিভিন্ন এলাকা‌। নদীগুলোর জল বাড়তে শুরু করেছে। বিগত সপ্তাহে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি সপ্তাহেও সেই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই ব্যাপারে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সূত্রের খবর, দিল্লির মৌসম ভবনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, বাংলায় চলতি সপ্তাহেও বর্ষার বৃষ্টিপাত হবে। এক্ষেত্রে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে চলেছে। অর্থাৎ বিগত সপ্তাহ যেভাবে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছিল, চলতি সপ্তাহের ক্ষেত্রেও তা বজায় থাকবে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গ চলতি সপ্তাহে বৃষ্টিতে জেরবার হলেও, ঝলমলে থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। অর্থাৎ বাংলার এক প্রান্ত যখন বৃষ্টিতে জেরবার, ঠিক তখনই আর এক প্রান্তে দেখা দেবে রৌদ্রর ঝিকমিকি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বর্ষার বৃষ্টিতে ইতিমধ্যেই জেরবার গোটা রাজ্য। আর তার মাঝেই ওড়িশার উপকূলে একটি ঘূর্ণাবর্ত দেখা দিতে শুরু করেছে। আগামী 24 ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে, তার প্রভাবে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কমবেশি প্রতিটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সব মিলিয়ে বিগত সপ্তাহের মত চলতি সপ্তাহেও ভাসতে চলেছে উত্তরবঙ্গ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!