এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শান্তনুর সঙ্গে সাসপেন্ডেড বিজেপি নেতাদের বৈঠক, তুঙ্গে জল্পনা রাজ্যজুড়ে!

শান্তনুর সঙ্গে সাসপেন্ডেড বিজেপি নেতাদের বৈঠক, তুঙ্গে জল্পনা রাজ্যজুড়ে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বিজেপির দুই নেতা জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। আর তারপর থেকেই তারা রীতিমতো বিজেপির নানা দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। স্বাভাবিকভাবেই এই দুই বিজেপি নেতার অবস্থান নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই সেই জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারি পৌঁছে গেলেন শান্তনু ঠাকুরের বাড়িতে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার রাতে জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারি শান্তনু ঠাকুরের বাড়িতে যান। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয় বলে খবর। স্বাভাবিক ভাবেই বর্তমানে শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ শুধু নন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী। বেশ কিছুদিন ধরে তিনিও দলকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখছেন। মতুয়া সমাজকে নিয়ে এককাট্টা হওয়ার চেষ্টা করছেন। আর এই পরিস্থিতিতে দুই সাসপেন্ডেড বিজেপি নেতার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নয়া সমীকরণের সৃষ্টি করল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!