এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রয়াত অভিনেতা সুশান্তকে শেষ শ্রদ্ধা জানাতে, অভিনব প্রচেষ্টা বাংলার পুজোর উদ্যোক্তাদের!

প্রয়াত অভিনেতা সুশান্তকে শেষ শ্রদ্ধা জানাতে, অভিনব প্রচেষ্টা বাংলার পুজোর উদ্যোক্তাদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- যেকোনো পূজার ক্ষেত্রে মণ্ডপসজ্জা বা তার থিম সেই বছর ওই পুজোর জন্য বড় ভূমিকা পালন করে বলে মনে করেন উদ্যোক্তারা। কারণ থিমের মধ্যে দিয়ে পুজোর বিষয়, বক্তব্য, এমনকি সেই পুজো উদ্যোক্তাদের ভাবনাও প্রকাশ পায়। তাই পুজোর ক্ষেত্রে সিলেক্ট করা অনিবার্য হয়ে পড়ে।

তবে এবার সেক্ষেত্রে কোথাও নিত্য ব্যবহার্য জিনিস নিয়ে, কোথাও হস্তশিল্প নিয়ে থিম হতে দেখা যায়। তবে এবার কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘের মণ্ডপ নতুন ভাবে থিমের সাজে সাজতে চলছে বলে জানা গেছে। কারণ এ বছর তাদের টিম সুশান্ত সিং রাজপুত। মন্ডপের আদল থেকে শুরু করে মণ্ডপ সজ্জা এবং দেবতার মুখের আদলও অভিনেতার সঙ্গে মিলিয়ে করা হবে বলে জানা গেছে।

বস্তুত, অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্যই যে তাঁরা এমন পথে হাঁটতে চলেছেন, সেই কথা জানা গেছে। বস্তুত, এই বছর ক্লাবের পুজোর ৬৮ বছর পূর্ণ হবে। করোনা পরিস্থিতির কারণে পুজোর বাজেট এবার অল্প। তাই এত কিছুর মধ্যে সুশান্তকে শ্রদ্ধার্ঘ জানানোই মূল উদ্দেশ্য করে দেখেছেন পুজো উদ্যোক্তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, কার্তিকের মুখ সুশান্তের মুখের আদলে করা হতে পারে। সেই সঙ্গে পুজোর পাশাপাশি বাজেটের একটা অংশ বিভিন্ন সমাজসেবামূলক কাজে খরচ করা হবে বলেও জানান হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফে। সেইসঙ্গে পুজোয় সুশান্তকে শ্রদ্ধার্ঘ জানানোর কারণ ব্যাখ্যা করেছেন ক্লাব সম্পাদক।

অন্যদিকে, মণ্ডপসজ্জার দায়িত্বে থাকা শিল্পীর কাছ থেকে জানা গেছে, এ বছর ওই পুজোর থিম ‘মুক্তি পথের সন্ধানে মহিষাসুরমর্দিনী উপাখ্যান’। তাই মণ্ডপটিকে সম্পূর্ণ হস্তশিল্পের মাধ্যমেই সাজানো হবে। তবে করোনার জন্য কোনও মেলা না বসায় ক্ষতিগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তাঁদের মতে, মহিষাসুরমর্দিনী নিয়ে কখনও ছবি হলে সুশান্তই হয়ত কার্তিকের ভূমিকায় অভিনয় করতেন। তাই অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে পটচিত্রে তাঁর মুখ আঁকা থাকবে বলেই জানিয়েছেন তিনি।

এর কারণ বলতে গিয়ে ক্লাবের সম্পাদককে বলতে শোনা গেছে, সুশান্ত সিংহ রাজপুত ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করে বাঙালিকে মুগ্ধ করেছেন। অভিনয় জগৎ এবং দর্শকরা একজন সুদক্ষ অভিনেতাকে হারিয়েছে। যেহেতু সুদর্শন বাঙালি পুরুষদের কার্তিকের সঙ্গে তুলনা করা হয় এবং দেখতে গেলে সুশান্তের চেহারার গঠন কার্তিকের সঙ্গে অনেকটা মিলেও যায়, তাই এ বছর তাঁকেই কার্তিক হিসেবে দেখানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!