এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য সরকার কোন সরকার নয়, এটি একটি সিন্ডিকেট – দাবি বিজেপির

রাজ্য সরকার কোন সরকার নয়, এটি একটি সিন্ডিকেট – দাবি বিজেপির

বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত প্যাটরা ত্রিপুরায় মুখ্যমন্ত্রী মানিক সরকারের তীব্র সমালোচনা মুখর ছিলেন ৷

সম্বিত প্যাটরা শনিবার সকালে দুইদিনের রাজ্য সফরে আসেন৷ এদিন সন্ধ্যায় আগরতলায় বিজেপির রাজ্য কার্য্যালয়ে এক সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্বিত প্যাটরা বলেন, ত্রিপুরা একটি আনন্দের জায়গা হতে পারতো৷ কিন্তু প্রাক্তন এবং বর্তমান শাসক দল শাসকের রূপে ভক্ষকের কাজ করেছে এবং করছে৷সরকারের তীব্র সমালোচনা করে বলেন এই সরকারের দুর্নীতি, অপহরণ ও হত্যকান্ডের জন্য তিনি রীতিমতো হতাশ ও উদ্বিগ্ণ৷সম্বিত প্যাটরা আরও অভিযোগ করেন, মানিক সরকারের সরকার কোন সরকার নয়, এটি একটি সিন্ডিকেট৷ এটি ক্যাডারদের দ্বারা একটি অপরাধের সংস্থা (ক্রাইম ব্যুরো)৷ তিনি এই সরকারকে এস কোম্পানী বলে অভিহিত করেন, যেখানে ধর্ষণ, খুন, অপহরণ ইত্যাদি প্রায়শই স্থান পাচ্ছে৷

দুই দিনের এই সফরে তার মূল লক্ষ্য ছিল বিজেপি দলের প্রচার বিরোধীদের নানান অপপ্রচারের দ্বারা৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!