এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পদ্মাবতী বিতর্কে মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলাল টলিপাড়া

পদ্মাবতী বিতর্কে মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলাল টলিপাড়া


সঞ্জয়লীলা ভংশালির ‘পদ্মাবতী’ নিয়ে সমগ্র ভারতে এখন সমালোচনার সুর বইছে।কেন্দ্রীয় শক্তির নির্দেশে যখন  ‘পদ্মাবতী’-র মুক্তির নিষেধাজ্ঞা রীতিমতো জারি হয়ে গিয়েছে তখন বিজেপি বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়েছিলেন, দেশের অন্য রাজ্যে পদ্মাবতীর মুক্তিতে বাধা দেওয়া হলেও বাংলায় তা মুক্তি দেওয়া হোক।

আজ হঠাত্‍ই টেকনিশিয়ান স্টুডিওতে প্রসেনজিত্‍, গৌতম ঘোষ ,শ্রীকান্ত মোহতা ও টলিউডের অন্যান্য ব্যক্তিবর্গ এই প্রসঙ্গে আজ উপস্থিত হয়ে চলচ্চিত্রের বাক স্বাধীনতা নষ্টের তীব্র ধিক্কার জানালেন। তাঁদের বক্তব্য সিনেমার চরিত্র নিয়ে এত দূর অবমাননার কোনও অর্থই হয় না। এই অমানবিক ধর্মান্ধতাকে সমাজ গড়ে উঠলে ঐতিহাসিক চরিত্র নিয়ে চিত্র বানানোর আগে পরিচালক অনেক বার ভাববেন আর তা ইন্ডাস্ট্রির ভবিষ্যতের জন্য যথেষ্ট ক্ষতিকারক ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!