এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ব্যাপক হারে বাস ভাড়া নেবার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ নিত্যযাত্রীদের

ব্যাপক হারে বাস ভাড়া নেবার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ নিত্যযাত্রীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। তাই কলকাতা ও শহরতলীর বহু মানুষকে নির্ভর করতে হচ্ছে বাসের উপরে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে রাস্তায় বাসের সংখ্যা কমে এসেছে। যেসব বাস রাস্তায় চলছে, সেগুলিতে অনেক ক্ষেত্রেই নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক বেশি ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে, যাত্রীদের পক্ষ থেকে। বারবার অধিক বাস ভাড়া নেওয়ার প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালেন নিত্যযাত্রীরা। আজ সপ্তাহের প্রথম দিনে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। সৃষ্টি হয় ব্যাপক যানজট।

একাধিক নিত্যযাত্রী অভিযোগ করেছেন যে, লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে খেয়াল খুশিমতো বাস ভাড়া নিচ্ছেন বাসের কন্ডাক্টারেরা। যা থেকে বারবার কন্ডাক্টারের সঙ্গে বচসা বাঁধছে নিত্যযাত্রীদের। একে অপর্যাপ্ত বাস, তার ওপরে বাসের ভাড়া দ্বিগুণ নেওয়ার অভিযোগ উঠেছে নিত্যযাত্রীদের পক্ষ থেকে। যাত্রীদের অভিযোগ, পুলিশ সমস্ত কিছু দেখেও নিশ্চুপ রয়েছে। আজ কোলাঘাটে একটি বাসে নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক বেশি ভাড়া চাওয়ায় প্রতিবাদ জানান একাধিক নিত্যযাত্রী। এরপর বাস থেকে নেমে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দীর্ঘ সময় যানজট থাকার পর পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় পুলিশ। এরপর পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। শেষপর্যন্ত পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুজন যাত্রীকে আটক করে পুলিশ। এত পরিমান যানজট সৃষ্টি হয়েছিল যে, অবরোধ উঠে যাবার পরেও দীর্ঘ সময় ধরে স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারেনি ৬ নম্বর জাতীয় সড়কে। সপ্তাহের প্রথম কাজের দিনেই নিদারুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো সাধারণ মানুষকে।

লোকাল ট্রেন পরিষেবা বন্ধ, বাসের সংখ্যাও তুলনায় কম, এই অবস্থার মধ্যে অধিক পরিমাণে বাস ভাড়া নেওয়ার দাবি উঠেছে একাধিক বাস কন্ডাক্টারের বিরুদ্ধে। তবে, কন্ডাক্টার ও বাস মালিকদের দাবি,সম্প্রতি যেভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটেছে, তাতে অতিরিক্ত ভাড়া না নিলে খরচ পোষানো সম্ভব নয়। আবার, সম্প্রতি বারাসাতে বেসরকারি একটি বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করেছিলেন কন্ডাক্টার। সে সময় প্রতিবাদ জানিয়েছিলেন জনৈক নিত্যযাত্রী। অনুদান হিসেবে অতিরিক্ত ভাড়া দিতে অনুরোধ করেছিলেন তাকে কন্ডাক্টার। এরপর কন্ডাক্টারের সঙ্গে তার বিরোধ বাধে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!