এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > রাজনৈতিক আঙিনায় সৌজন্যের নজির রাখলেন বিজেপি সভানেত্রী,জেনে নিন

রাজনৈতিক আঙিনায় সৌজন্যের নজির রাখলেন বিজেপি সভানেত্রী,জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জনসংযোগে গিয়ে গুরুতর আহত হন। অ্যাক্সিডেন্ট নাকি ইচ্ছাকৃতভাবে আঘাত দেওয়া- তাই নিয়ে চলছে রাজনৈতিক বিতর্ক। এরই মধ্যে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অন্যদিকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রী এবং তাঁদের সমর্থকরা মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার পর তাঁর আচরণকে নাটক বলতে দ্বিধাবোধ করছেন না। কিন্তু বাংলার রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো সৌজন্য দেখালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় তিনি মন্দিরে পুজো দিয়েছেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য তাঁর অনুগামীরা ও সমর্থকরা বিভিন্নভাবে প্রার্থনা চালিয়ে গিয়েছেন এবং যাচ্ছেন এখনো পর্যন্ত। কিন্তু তার মধ্যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের তৃণমূল নেত্রীর জন্য পুজো দেওয়া যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। গত বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পেশ করার পর জনসংযোগ করতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর চোট পান। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তড়িঘড়ি তাঁকে গ্রীন করিডোর করে নিয়ে আসা হয় কলকাতা এসএসকেএম-এ।

সেখানে একাধিক চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। অন্যদিকে হাসপাতাল থেকে মমতা ব্যানার্জি ছাড়া পাওয়ার আগে বার্নপুরের টাউন শিব মন্দিরে পুজো দিলেন বিজেপি মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল এবং মহিলা মোর্চার অন্যান্য কর্মীরা। পুজো দিয়ে বেরোনোর পর অগ্নিমিত্রা সংবাদমাধ্যমে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হুইলচেয়ারে দেখতে মোটেই পছন্দ করছেন না। বরং সুস্থ হয়ে মুখ্যমন্ত্রী লড়াইয়ের ময়দানে নামুক, তাই চাইছেন তিনি এবং তাঁর দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি অগ্নিমিত্রা জানান, একুশের বিধানসভা নির্বাচনে যাতে গেরুয়া শিবির ক্ষমতা দখল করতে পারে সে প্রার্থনা করেছেন তিনি ভগবানের কাছে। উল্লেখ্য, অগ্নিমিত্রা পাল সেলিব্রিটি তারকা হলেও তিনি কিন্তু আসানসোলের ভূমিকন্যা। রাজনৈতিক মহলে তীব্র জল্পনা চলছে আসানসোল দক্ষিণের প্রার্থী হিসাবে অগ্নিমিত্রা পালের নাম থাকতে পারে। যদিও এখনো পর্যন্ত আসানসোলের প্রার্থী তালিকা প্রকাশ করেনি গেরুয়া শিবির। তাই সেদিকে নজর থাকবে সবার। অন্যদিকে যদি অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী হন, তাহলে তাঁর প্রতিপক্ষ থাকবেন তৃণমূলের সায়নী ঘোষ।

সেক্ষেত্রে তৃণমূলের সায়নী এবং বিজেপির অগ্নিমিত্রাকে হাড্ডাহাড্ডি লড়াইতে দেখা যেতে পারে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যেখানে ভোটের আগে তৃণমূল নেত্রীর অসুস্থ হওয়াকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করতে দেখা গেছে বিরোধীদলের হেভিওয়েট নেতা নেত্রীদের, সেখানে বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পাল যেভাবে তৃণমূল নেত্রীকে সুস্থ হবার বার্তা দিলেন, তা যথেষ্ট প্রশংসনীয়। তবে তাতে লড়াইয়ের ধার কোনমতেই কমবে না তৃণমূল এবং বিজেপির বলে দাবি করছেন ওয়াকিবহাল মহলের অনেকেই।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!