এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > দলবদলের আসল রহস্য ফাঁস করলেন বাম নেত্রী, জল্পনা তুঙ্গে

দলবদলের আসল রহস্য ফাঁস করলেন বাম নেত্রী, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার মসনদ দখলের লড়াই এখন তুঙ্গে। 8 দফা ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিভিন্ন দলের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল তাদের 291 টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দেখা যাচ্ছে, তৃণমূল থেকে একের পর এক হেভিওয়েট নেতা নেত্রী বেরিয়ে আশ্রয় নিচ্ছেন গেরুয়া শিবিরে।  অবশ্য এই ভাঙনের পালা আজ থেকে নয়, বরং দীর্ঘদিন যাবত শুরু হয়েছে তৃণমূলের একের পর এক সেনার বিজেপির সেনা হিসেবে পরিচিতি পাওয়া। কিন্তু এভাবে দল ছেড়ে বিজেপিতে যাওয়ার কারণ কি? তা নিয়ে কিন্তু আলোচনা সর্বত্র।

এবার সেই রহস্য ফাঁস করলেন জামুড়িয়া বিধানসভার বাম প্রার্থী ঐশী ঘোষ। এবারের বিধানসভা নির্বাচনে জেএনইউ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষকে জামুড়িয়া কেন্দ্রের প্রার্থী বিবেচিত করেছে বামেরা। এদিন জামুড়িয়ায় সিপিএমের হয়ে প্রচারে বেরিয়েছিলেন ঐশী ঘোষ। এবং প্রচারেই তিনি স্পষ্ট করলেন, তৃণমূল ছেড়ে হেভিওয়েট নেতারা কেন বিজেপিতে ভিড় জমিয়েছেন? এবং কেনই বা তৃণমূল ও বিজেপি তারকা প্রার্থীদের ঘাড়ে ভর দিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন ঐশী প্রশ্ন তোলেন, মানুষের কাজ করার কথা যেসব তারকারা বলছেন তৃণমূল এবং বিজেপির তরফ থেকে, তারা এতদিন কোথায় ছিলেন যখন কোভিড পরিস্থিতি তৈরি হয়েছিল? উত্তরে ঐশী বলেন, সেসময় কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বাম নেতা-নেত্রীরা। পাশাপাশি ঐশী আরো বলেন, যারা বলছেন দলে থেকে কাজ করতে পারেননি তাঁরা মানুষের জন্য কোনো কাজ করেননি এতদিন। আর তাই বেগতিক বুঝে তাঁরা দল ছাড়ছেন। এ প্রসঙ্গে ঐশী এদিন নাম নিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, জিতেন্দ্র তিওয়ারির।

প্রসঙ্গত ঐশী এদিন স্পষ্ট করেছেন, বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধেই তাঁর লড়াই। একইসাথে এদিন ঐশী দাবি করেন, কয়লা শিল্পকে কোনমতেই বিলগ্নীকরণ করা যাবেনা। প্রসঙ্গত এবারের নির্বাচনে বামেদের লড়াই এর প্রধান এজেন্ডা হচ্ছে বেকারত্ব। ইতিমধ্যেই এই নিয়ে প্রচারে জোর দিতে শুরু করেছেন বাম প্রার্থীরা। একদিকে যখন তৃণমূল এবং বিজেপির হেভিওয়েট তারকারা প্রচার চালাচ্ছেন, ঠিক সেসময় বামেদের পক্ষ থেকে প্রবীণ নেতাদের পাশাপাশি নবীন নেতা-নেত্রীরাও রাস্তায় নেমেছেন প্রচারে। তবে তাঁদের প্রচারে মানুষ কতটা সাড়া দেয়, সেটাই এখন দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!