এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা দখলে কি জোর দিচ্ছে না বিজেপি? পর্দা ফাঁস হতেই অস্বস্তি!

কলকাতা দখলে কি জোর দিচ্ছে না বিজেপি? পর্দা ফাঁস হতেই অস্বস্তি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় নেতা অমিত মালব্য রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। যেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন যে, হারার মানসিকতা ছেড়ে এবারের নির্বাচনে জয়লাভ করতে হবে। স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিল যে, বিজেপি কলকাতা পৌরসভা দখল করতে সব রকম শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু যত সময় যাচ্ছে, ততই বিজেপির দুর্বলতা প্রকাশ্যে চলে আসছে। যেখানে বেশিরভাগ ওয়ার্ডেই সেই ভাবে বিজেপি প্রার্থীদের নির্বাচনী লড়াইয়ে ঝাঁপাতে দেখা যাচ্ছে না। যার জেরে রীতিমতো অস্বস্তি বাড়তে শুরু করেছে গেরুয়া শিবিরের।

সূত্রের খবর, কলকাতা পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডেই সেই ভাবে বিজেপি প্রার্থীরা প্রচার করছেন না। আর এর কারণ জানতে গিয়ে এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। যেখানে বেশিরভাগ প্রার্থী অভিযোগের সহকারে বলছেন যে, কর্মীরা প্রচারে আসতে গেলেই টাকা চাইছেন। কিন্তু দলের তরফে সেভাবে টাকা দেওয়া হচ্ছে না। ফলে প্রচার করার জন্য কর্মীদের পাওয়া যাচ্ছে না। যার জেরে প্রচারে যথেষ্ট খামতি থেকে যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই প্রশ্ন যে, বিজেপি যদি কলকাতা পৌরসভা দখল করার ব্যাপারে আন্তরিকই হবে, তাহলে কেন তারা সর্বশক্তি দিয়ে সবরকম চেষ্টা করছে না! কেন এত গলদ থেকে যাচ্ছে তাদের মধ্যে? বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সমস্ত ওয়ার্ডে প্রচার শুরু করে দিয়েছে। হাতে আর মাত্র সামান্য কিছুদিন। তারপরেই নির্বাচন। তবে বিজেপি যদি এখনও পর্যন্ত নিজেদের শুধরে নিয়ে পুরোপুরি ময়দানে নামতে না পারে, তাহলে আগামী দিন কলকাতাতেও শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হবে গেরুয়া শিবিরকে। অন্তত এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!