এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পুরভোটে বিজেপি প্রার্থী হতে গেলে লিখতে হবে রচনা, জেনে নিন!

পুরভোটে বিজেপি প্রার্থী হতে গেলে লিখতে হবে রচনা, জেনে নিন!

পৌরসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য বিজেপিতে রীতিমত যুদ্ধ শুরু হয়ে গেছে। কোন ওয়ার্ড থেকে কে প্রার্থী হবে, তা নিয়ে দলের অন্দরে তৈরি হচ্ছে ডামাডোল। পাশাপাশি প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই দলের কাছে আবেদন জানাতে শুরু করেছেন অনেকে। তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে এবং সাফল্য পেতে গেলে বিজেপিকে যে ভালো মুখকে প্রার্থী করেই এগোতে হবে, তা ভালই উপলব্ধি করেছে গেরুয়া শিবির। আর তাই এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ মুখের উপরেই জোর দিতে দেখা যাচ্ছে তাদের।

কিন্তু আশ্চর্যজনকভাবে পৌরভোটে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দিল ভারতীয় জনতা পার্টি‌। সূত্রের খবর, পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে এবার রচনা লিখতে হবে বলে জানানো হয়েছে। যেখানে বিষয়ে রাখা হয়েছে, ভারতমাতা, প্রকৃত ধর্ম নিরপেক্ষতা এবং ভন্ড ধর্মনিরপেক্ষতা। জলপাইগুড়ি জেলায় বিজেপির তরফে এরকম ফর্ম বিলি হওয়ায় এখন প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। মূলত যে সমস্ত ব্যক্তি বিজেপির প্রার্থী হতে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের জন্যই এই ফর্ম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তাদের দেশভক্তির নিদর্শন এই রচনার মধ্যে দিয়ে দেখার চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি। আর তার পরিপ্রেক্ষিতেই তাদের প্রার্থী করা হবে। কিন্তু বরাবর যে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা হিন্দুত্ব নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে বিরোধীরা, সেই বিজেপি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও এইরকম রচনা লেখার পরিপ্রেক্ষিতে প্রার্থী বাছাই করায় বিতর্ক সৃষ্টি হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। এদিন এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী।

তিনি বলেন, “বিজেপি যে নিরপেক্ষতায় বিশ্বাস করে, ওরা যেভাবে ভারতমাতাকে ব্যাখ্যা করে, তা পুরোপুরি সাম্প্রদায়িক। বিজেপিতে যোগ দিলেও, তারও মগজ ধোলাই করে সেই সমস্ত ভাবনা ঢোকানো হয়।” এদিকে এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপী গোস্বামী বলেন, “বিজেপির আভ্যন্তরীণ নথি সংবাদমাধ্যমের হাতে যাওয়ার কথা নয়। যে নথির কথা বলছেন, তা আসল নাকি ভুয়ো যাচাই করে দেখতে হবে। তারপরেই মন্তব্য করব।” কিন্তু যদি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিজেপি এই নিয়ম পালন করে, তাহলে ভারতমাতা সম্পর্কে রচনা লিখতে গিয়ে কারা কারা উত্তীর্ণ হন এবং কারা প্রার্থী তালিকায় স্থান পান, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!