এখন পড়ছেন
হোম > রাজনীতি > কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, সুপ্রিম কোর্টে আছাড় খেলো রাজ্য!

কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, সুপ্রিম কোর্টে আছাড় খেলো রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। এক্ষেত্রে আজ দিনভর সকলের নজর ছিল সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে। অবশেষে হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। যার ফলে সুপ্রিম কোর্টেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড়সড় ধাক্কা খেলো রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার।

প্রসঙ্গত, এদিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে নিরাপত্তা সুনিশ্চিত করেছিল কলকাতা হাইকোর্ট। তাই সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ করবে না দেশের শীর্ষ আদালত। অর্থাৎ এক কথায় স্পষ্ট যে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই।

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় বাহিনী যাতে রাজ্যে না আসে, তার জন্য আপ্রাণ চেষ্টা করেছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। কিন্তু হাইকোর্টের নির্দেশের পর এবার সুপ্রিম কোর্টের নির্দেশেও ধাক্কা খেলো তারা। এতদিন বিরোধী দলের অনেক নেতারা বলেছিলেন, শীর্ষ আদালতেও এই ব্যাপারে ধাক্কা খাবে রাজ্য। কিন্তু এখন তারা বৃথা সময় নষ্ট করে যাতে কেন্দ্রীয় বাহিনী না আসে, তার জন্য বিভিন্ন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে। আর এদিন শীর্ষ আদালতের নির্দেশের পর স্পষ্ট হয়ে গেল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হতে পারে, আর সেই কারণেই যে আদালতের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে, তাতে নিশ্চিত বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!