এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গণহত্যার চক্রান্ত করা হয়েছিল। নাড্ডার কনভয়ে হামলা নিয়ে বড়সড় অভিযোগ দিলীপের

গণহত্যার চক্রান্ত করা হয়েছিল। নাড্ডার কনভয়ে হামলা নিয়ে বড়সড় অভিযোগ দিলীপের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও অন্যান্য বিজেপি নেতাদের ওপর হামলার ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন যে, গতকাল যে ঘটনা রাজ্যে ঘটেছে, সে ঘটনা পাকিস্তান,আফগানিস্তান, সিরিয়াতেও ঘটে না। এই ঘটনায় তিনি গণ হত্যার চক্রান্তের অভিযোগ করেছেন। গতকাল নাড্ডার কর্মসূচিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও অংশগ্রহণ করেছিলেন। তাঁর গাড়িতেও কতকাল হামলা চালানো হয়। গতকাল এই ঘটনায় আহত হয়েছেন বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। এই ঘটনার প্রতিবাদে মুকুল রায় জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে দ্রুত রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন।

গত কাল ডায়মন্ড হারবারে নাড্ডা সহ একাধিক বিজেপি নেতার গাড়ি আটকে দিয়ে সেখানে ইট, পাথর, লাঠি ছোড়া হয়েছিল। নজিরবিহীন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতির ওপর গতকাল হামলা হয়েছে। পশ্চিমবঙ্গে যে ঘটনা গতকাল ঘটেছে, তা পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়াতেও ঘটেনি বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন যে, গতকাল এই ঘটনায় বিজেপির ৫ থেকে ৬ জন নেতা আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮ জনকে। ৫০ টি বাইক লুটপাট করা হয়েছে। গতকালের ঘটনাকে রাজনীতির কালো দিন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন যে, রাজ্য থেকে বিদায় নিতে হবে তৃণমূল সরকারকে।

আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গতকাল বিজেপি নেতা দিলীপ ঘোষ, মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় গাড়ির কাঁচ ভাঙা হয়েছিল। গতকাল কৈলাস বিজয়বর্গীয় হাতে চোট পেয়েছেন। ডায়মন্ড হারবারে তাঁর হাতে ব্যান্ডেজ করা হয়েছিল। গতকাল হামলায় আহত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তিনি রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, সারা রাজ্যে চলছে জঙ্গলের রাজত্ব। রাজ্যে আইনের শাসন নেই। তাই অবিলম্বে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি করেছেন। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁও রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানালেন। সেই সঙ্গে সঙ্গে তিনি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি করেছেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করেছেন যে, রাজ্যর সম্মান নষ্ট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে একের পর এক অশান্তির ছড়িয়ে দিয়ে, অশান্তির রাজনিতি কায়েম করে পশ্চিমবঙ্গের সম্মান নষ্ট করছেন মুখ্যমন্ত্রী। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় নিতে হবে বলে জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি জানান যে, কাটমানি, সিন্ডিেকটের সরকার আর চায়না রাজ্যের মানুষ। তিনি দাবি করেছেন রাজ্যের মানুষের স্বতোঃস্ফূর্ত ভোটে জয়লাভ করবে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!