এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জাতীয় মানবাধিকার কমিশনকে বিজেপির দলদাস বলে প্রবল কটাক্ষ তৃণমূল নেতার, চাপানউতোর রাজনীতিমহলে

জাতীয় মানবাধিকার কমিশনকে বিজেপির দলদাস বলে প্রবল কটাক্ষ তৃণমূল নেতার, চাপানউতোর রাজনীতিমহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে আদালতে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর ভোট-পরবর্তী হিংসার বিষয়ে তদন্ত করে আদালতে রিপোর্ট দাখিল করে জাতীয় মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে বেশ কিছু যুগান্তকারী রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। সিবিআইকে খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে মানবাধিকার কমিশনকে বিজেপির দলদাস বলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানালেন যে, জাতীয় মানবাধিকার কমিশন হল বিজেপির দলদাস। মানবাধিকার কমিশন বিজেপির লোক দিয়ে করা হয়েছে। তাদের রাজনৈতিক পর্যটন করতে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল। বিজেপির লোকেরা যে ঠিকানা দিয়েছে, যে মিথ্যা অভিযোগ সাজিয়েছে। সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন, ত্রিপুরায় হামলার পর হামলা ঘটছে, কিন্তু মানবাধিকার কমিশন সেখানে কেন যাচ্ছে না? কেন আগরতলা, ত্রিপুরাতে যাচ্ছে না মানবাধিকার কমিশন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জাতীয় মানবাধিকার কমিশন প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এর একাধিক বক্তব্যের পর এর পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, ত্রিপুরা নিয়ে নাচানাচি করছে তৃণমূল। ত্রিপুরা নিয়ে নাটক করা হচ্ছে। নেতাদের পেছনে সিবিআই লেগেছে। আগে নিজেদের বাঁচিয়ে নিক তৃণমূল, তারপর ত্রিপুরা। ত্রিপুরা সরকার সেখানে যাওয়া মন্ত্রীদের পাইলট কারের ব্যবস্থা করে দিয়েছে। তাদের বুলেটপ্রুফ গাড়ি পর্যন্ত দেয়া হয়েছে। কিন্তু এখানে পুলিশ তাদের খোঁজ পর্যন্ত নেয় না। তিনি সাংসদ হলেও, তাঁকে কখনো পাইলট কারের ব্যবস্থা করে দেয় না পুলিশ। তাই ত্রিপুরার পরিস্থিতি ও এখানকার পরিস্থিতি কখনই এক নয়।

আবার, এ প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন আনা হচ্ছে। কিন্তু ত্রিপুরায় প্রতিদিন মারা হচ্ছে। সেখানে কোন কমিশন কেন যাচ্ছে না? কমিশনের যে ব্যক্তি রিপোর্ট দাখিল করেছেন তিনি হলেন বিজেপির সদস্য। তিনি আরও জানিয়েছেন যে, তিনি অন্ধ নন, প্রয়োজনে তৃণমূল কর্মীদেরও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্ত করা হোক তাতে আপত্তি নেই। কিন্তু সবার চার্জশিট হয়ে গেছে। তিনি সরকার চালালে সেই সরকার সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!