এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে যোগ দিয়েই কি প্রার্থী হতে চলেছেন প্রাক্তন পুলিশকর্তা হুমায়ূন? বাড়ছে জল্পনা!

তৃণমূলে যোগ দিয়েই কি প্রার্থী হতে চলেছেন প্রাক্তন পুলিশকর্তা হুমায়ূন? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়ে নানা হেভিওয়েট ব্যাক্তির রাজনীতিতে সংযুক্তিকরণ নতুন কিছু নয়। প্রথমে ভারতী ঘোষ প্রশাসনিক পদ ছেড়ে যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। আর এবার বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবীরের মত আইপিএস অফিসারকে নিজের পদ ছেড়ে তৃণমূলে যোগ দিতে দেখা গেছে। আর শাসক দলে নাম লেখানো পর থেকেই রীতিমত রাজনৈতিক কর্মসূচি করতে শুরু করেছেন এই প্রাক্তন আইপিএস অফিসার।

জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং দাসপুরে তৃণমূলের বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে তাকে। স্বাভাবিক ভাবেই জল্পনা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। তাহলে কি এবার হুমায়ুন কবীরকে প্রার্থী করতে চলেছে তৃণমূল কংগ্রেস? কিন্তু কোন বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হবে? বিশেষ সূত্র মারফত খবর, আগামী বিধানসভা নির্বাচনে ডেবরা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে প্রাক্তন এই আইপিএস অফিসারকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের পদ থেকে ইস্তফা দেন এই হুমায়ুন কবীর। আর তারপর থেকেই তার রাজনীতিতে যোগ নিয়ে জল্পনা তৈরি হয়। অবশেষে সেই জল্পনাকে সত্যি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালনার জনসভা থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে দেখা যায় তাকে। আর এবার একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে যোগ দিয়ে যেভাবে মাতিয়ে দিচ্ছেন এই হুমায়ুন কবীর, তাতে আগামী বিধানসভা নির্বাচনে তার মত হেভিওয়েট ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, একপ্রকার নিশ্চিত, যেভাবে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় তাকে দিয়ে প্রচার করানো হচ্ছে, তাতে পশ্চিম মেদিনীপুরের কোনো বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন। তাহলে কি ডেবরা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন এই প্রাক্তন আইপিএস অফিসার? এদিন এই প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “পার্টির সাংগঠনিক দেখার জন্য আমাকে দিদির দূত করে পাঠানো হয়েছে। দল আমার জন্য যা সিদ্ধান্ত নেবে, আমি তাই মেনে নেব।”

একাংশের দাবি, আইপিএসের মত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ ছেড়ে হঠাৎ করে রাজনীতিতে এমনি এমনি যোগ দেবেন হুমায়ুন কবীর, তা কেউ মানতে নারাজ। হয়ত বা যেভাবে তাকে প্রচারের কাজে লাগানো হচ্ছে, তাতে আগামী দিনে তিনি তৃণমূলের টিকিটে কোনো একটি বিধানসভা কেন্দ্রে থেকে প্রার্থী হতে পারেন। যেখানে জল্পনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ডেবরা বিধানসভা কেন্দ্রের নাম। তবে সত্যি সত্যিই এই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন প্রাক্তন এই আইপিএস অফিসার? নাকি তাকে শুধুমাত্র প্রচারের কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় তৃণমূল কংগ্রেস, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!