এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সপ্তম দফাতেও প্রাণহানি!

ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সপ্তম দফাতেও প্রাণহানি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সপ্তম দফাতেও প্রাণহানি!চলছে সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব। প্রায় 34 টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এবার ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। যে ঘটনাটি কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুরশিদাবাদের ফারাক্কায়।

জানা গেছে, আজ ফারাক্কার 56 নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসেন শিশুপদ মন্ডল নামে এক বৃদ্ধ। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আর তার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশের অনুমান, অসুস্থতার কারণেই এই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিন এই প্রসঙ্গে মৃতের ছেলে রাজপতি মন্ডল বলেন, “বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন বাবা। শারীরিক অবস্থাও ভাল ছিল না। তারপরেও ভোট দিতে এসেছিলেন।” বলা বাহুল্য, আজ সোমবার মুর্শিদাবাদ সহ রাজ্যের 5 জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে মুর্শিদাবাদের 22 টি আসনের মধ্যে ফারাক্কা সহ 11 টিতে নির্বাচন হচ্ছে আজ। কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি যাতে না হয়, তার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিল নির্বাচন কমিশন। তবে ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এবার প্রাণ গেল এক বৃদ্ধের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বর্তমানে গ্রীষ্মের প্রবল দাবদাহ চলছে। এই সময় একদিকে করোনা ভাইরাস চলার কারণে বাড়তি সর্তকতা অবলম্বন করছেন সকলে। আর এই পরিস্থিতিতে ভোটের লাইনে দাঁড়িয়ে এই বৃদ্ধের মৃত্যু রীতিমত আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এলাকা জুড়ে। রাজনৈতিক সংঘর্ষের ঘটনা তেমন না ঘটলেও, শুধুমাত্র অসুস্থতার কারণে লাইনে দাঁড়িয়ে যেভাবে প্রাণ গেল এক বৃদ্ধের, তাতে সপ্তম দফার নির্বাচনেও যে প্রাণহানির মত ঘটনা ঘটল, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!